Thursday, August 21, 2025

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের! স্ত্রীকে গোয়ার সমুদ্রে ডুবিয়ে খু.ন হোটেল ম্যানেজারের

Date:

Share post:

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে চরম অশান্তি! আর তার জেরেই নিজের স্ত্রীকে সমুদ্রের জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠল গোয়ার (Goa) এক হোটেলের ম্যানেজারের (Hotel Manager) বিরুদ্ধে। অভিযোগ, স্ত্রীকে খুনের পর গোটা ঘটনাটিকে দুর্ঘটনা হিসাবে দেখানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু শনিবার অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম গৌরব কাটিয়ার। দক্ষিণ গোয়ার এক নামী বিলাসবহুল হোটেলের ম্যানেজার তিনি।

পুলিশ সূত্রে খবর, গোয়ার কাবো ডে রামা সমুদ্র সৈকতে তিনি তাঁর স্ত্রী দীক্ষা গঙ্গওয়ারকে (২৭) খুন করেছেন। তবে খুনকে দুর্ঘটনার নামে চালিয়ে দেওয়ার ছক কষেছিলেন গৌরব। কিন্তু আসল ঘটনা সামনে আনে একটি ভিডিয়ো। এক ব্যক্তির রেকর্ড করা ভিডিয়োয় গৌরবের কীর্তি ফাঁস হয়ে যায় বলে দাবি পুলিশের। পুলিশ আরও জানিয়েছে, বছর খানেক আগে দীক্ষাকে বিয়ে করেছিলেন গৌরব। কিন্তু তার পর তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। তা নিয়ে দু’জনের মধ্যে নানা অশান্তি হত। তার জেরেই স্ত্রীকে গৌরব খুন করেছেন বলে পুলিশের অনুমান। কাবো ডে রামা সমুদ্র সৈকতে শুক্রবার বিকেলে স্ত্রীকে ঘুরতে নিয়ে গিয়েছিলেন গৌরব। এরপর সমুদ্রের জলেই স্ত্রীকে ডুবিয়ে মারেন। এরপর বিষয়টি ধামাচাপা দিতেই চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করেন গৌরব। তিনি প্রমাণ করতে চান তাঁর অজান্তেই সমুদ্রে ডুবে গিয়েছেন স্ত্রী।

ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে গোয়া পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে মহিলার দেহে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই সব পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ।

 

 

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...