Sunday, November 16, 2025

নির্মলা সীতারমণকে রাম মন্দিরের উদ্বোধন দেখতে বাধা! কাঠগড়ায় DMK

Date:

Share post:

৫০০ বছর প্রতিক্ষার অবসান ঘটিয়ে আজ রাম মন্দিরের উদ্বোধন। গোটা দেশ ভেসেছে রামের আবেগে। ঠিক এই সময় গুরুতর অভিযোগ উঠল দক্ষিণের তামিলনাড়ুতে। অভিযোগ, সেখানকার মানুষকে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে বাধা দিচ্ছে ডিএমকে সরকার। এই তালিকায় সাধারণ মানুষের পাশাপাশি রয়েছেন খোদ দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে। তামিলনাড়ুর ডিএমকে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

 

সোমবার তামিলনাড়ুর কাঞ্চীপুরমের একটি মন্দিরে জায়ান্ট স্ক্রিন বসিয়ে রামমন্দির (Ram Mandir) উদ্বোধন দেখানোর ব্যবস্থা করে বিজেপি। সেখানেই হাজির থাকার কথা ছিল নির্মলা সীতারমণের। তিনিও সাধারণ মানুষের সঙ্গে রামমন্দির উদ্বোধন দেখার পরিকল্পনা করেন। অভিযোগ, নির্মলা পৌঁছনোর আগেই ওই এলইডি স্ক্রিন ভেঙে দেয় তামিলনাড়ু পুলিশ। বানচাল করে দেওয়া হয় রামমন্দির উদ্বোধন সরাসরি দেখানোর পরিকল্পনা। এই ঘটনায় রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। একদিন আগেই অর্থমন্ত্রী অভিযোগ করেছিলেন, তামিলনাড়ুর শাসকদল ডিএমকে রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে। নির্মলা জানান, তামিলনাড়ুতে প্রায় ২০০ রামমন্দির আছে সরকারি সংস্থার অধীনে। সেই মন্দিরগুলিতেও আগামী ২২ জানুয়ারি সমস্ত পুজো, প্রার্থনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তাই নয় অর্থমন্ত্রীর দাবি, তামিলনাড়ুতে রামমন্দির সম্পর্কিত কোনও অনুষ্ঠানও করতে দেওয়া হচ্ছে না।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, শুধু কাঞ্চিপুরমেই ৪০০ জায়গায় ৪৬৬টি এলইডি স্ক্রিন ভেঙে দিয়েছে ডিএমকে (DMK)। লাইভ টেলিকাস্ট রুখতে পুলিশ মোতায়েন করা হচ্ছে। এতেই বোঝা যায় ডিএমকে সরকার কতটা হিন্দু বিরোধী। এ প্রসঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিনের করা সনাতন বিরোধী মন্তব্যও তুলে ধরছে বিজেপি।

spot_img

Related articles

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...