Thursday, August 21, 2025

শাহজাহানের খোঁজে তৎপরতা তুঙ্গে! সাতসকালে সন্দেশখালিতে ইডি, চলছে জোর তল্লাশি

Date:

Share post:

মাঝে কেটে গিয়েছে ১৮ দিন। বুধবার সাতসকালে সদলবলে শাহজাহান শেখের (Sahjahan Seikh) বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের। সূত্রের খবর, ইডির (Enforcement Directorate) সঙ্গে এদিন প্রায় ১২৫ জওয়ান ঘটনাস্থলে রয়েছে। সঙ্গে আনা হয়েছে তালার চাবি ভাঙার লোকও। এদিন সকালে শাহজাহানের সন্দেশখালির (Sandeskhali) বাড়িতে গিয়ে তালা বন্ধ দেখেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। তারপরই ডুপ্লিকেট চাবি বানিয়ে ওই তালা খোলার চেষ্টা শুরু হলেও সময়ের কারণে তা বানচাল হয়ে যায়। এরপরই ইডি অফিসারের নির্দেশে এদিন সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ তালা ভেঙে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে শাহজাহানের বাড়িতে ঢোকেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই মুহূর্তে বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি ইতিমধ্যে একাধিক ঘরে জোর তল্লাশি চালানো হচ্ছে। পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হচ্ছে বলে খবর।

গত ৫ জানুয়ারি রেশন বন্টন মামলায় সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে আচমকা তল্লাশি চালাতে এলে জনরোষের মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। মাথা ফেটে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ইডির তিন আধিকারিক। ঘটনার পর থেকেই নিখোঁজ সন্দেশখালির শাহজাহান। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় ইডির ৬ তদন্তকারী আধিকারিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের তরফে ইডির কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চাওয়া হয়। রাজ্য পুলিশের দাবি মেনে স্থানীয় দু’জন নিরপেক্ষ প্রত্যক্ষদর্শী নিয়ে শেখ শাহজাহানের বাড়ির ভেতরে ঢুকে জোর তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। সূত্রের খবর, ভিডিওগ্রাফার-সহ মোট ১৩ জন তদন্তকারী আধিকারিক শাহজাহানের বাড়ির ভেতরে ঢুকেছেন।  ইতিমধ্যে, শাহজাহানের বাড়ির আলমারি ভাঙা হয়েছে। নথি হাতে পেতে চলছে জোর তল্লাশি।

এদিকে সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার ওই মামলার শুনানি হতে পারে। তারই মাঝে এদিন সাত সকালে সন্দেশখালিতে পৌঁছে গেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে এদিন সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে ঢোকা ইডির অফিসাররা বাইরে থেকে কিছু নিয়ে ভেতরে ঢুকছেন কি না, সেদিকে কড়া পর্যবেক্ষণ চালাতে দেখা গেল রাজ্য পুলিশকে। শাহজাহানের বাড়ির প্রধান যে লোহার গেট, সেই গেটের সামনেই বসে রয়েছেন রাজ্য পুলিশের এক আধিকারিক। ইডি অফিসাররা ভেতরে ঢোকার সময় রাজ্য পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে, বাইরে থেকে কী কী নিয়ে ভেতরে ঢুকছেন তদন্তকারীরা। সূত্রের খবর, এমনকী জুতো খুলে ইডি অফিসাররা যখন বাড়ির ভেতরে ঢুকছেন, তখন তাঁদের মোজাও বাইরে খুলে আসতে বলা হয়।

 

 

 

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...