Monday, November 10, 2025

ফের দু.র্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেস! প্ল্যাটফর্মে ধাক্কা লেগে ভাঙল একের পর এক পাদানি

Date:

Share post:

ফের বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) দুর্ঘটনা। এবার প্ল্যাটফর্মেই ধাক্কা লেগে ভাঙল নরেন্দ্র মোদির (Narendra Modi) সাধের ট্রেনের কয়েকটি কামরার পাদানি। ঘটনার জেরে ফের বড়সড় প্রশ্নের মুখে বন্দে ভারত এক্সপ্রেস। দুর্ঘটনার জেরে বর্ধমান-রামপুরহাট লাইনের ভেদিয়া ষ্টেশন প্রায় এক ঘণ্টা ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। যদিও এই দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলেই খবর। রেল সূত্রে খবর, বুধবার সকাল ৭টা ৩৫ মিনিট থেকে ৮টা ৩৭ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে পড়ে আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। এদিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দিতে তৎপর হন রেলকর্মীরা। ভেদিয়া স্টেশনে পৌঁছে প্রায় ঘণ্টাখানেক মেরামতির পর ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় বন্দে ভারত এক্সপ্রেস। তবে এদিনের দুর্ঘটনার জেরে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা।

যাত্রীরা জানিয়েছেন, এদিন ট্রেনে সবেমাত্র ব্রেক ফাস্ট দেওয়া হয়েছে। তারপরই আচমকা বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। এদিনের দুর্ঘটনার জেরে ট্রেনের অনেক কামরার পাদানি একেবারে ভেঙে ঝুলছে বলে খবর। ঘটনা প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, এদিন ঘণ্টা খানেক ট্রেনটি দাঁড়িয়ে পড়ে ভেদিয়া স্টেশনে। মনে হচ্ছে, প্ল্যাটফর্মে ধাক্কা খেয়ে পাদানি ভেঙেছে। তবে অন্য কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

এদিকে মঙ্গলবারই বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটে। বিকেলে ১২০৪১ আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসেও খানা জংশন রামপুরহাট লুপ লাইনের ঝাপটার ঢাল স্টেশনের কাছে পাথর ছোঁড়ার ঘটনা ঘটে।

 

 

 

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...