Thursday, January 1, 2026

লোকসভা ভোটের আগে ফের উদ্ধার টাকার পাহাড়, সরকারি কর্মীর বাড়িতে তল্লাশি চালাতেই পর্দাফাঁস

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে ফের বিপুল পরিমাণ টাকা (Money) উদ্ধার। তেলঙ্গানায় (Telengana) এক সরকারি আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়ে হিসাব বহির্ভূত কমপক্ষে ১০০ কোটি টাকা উদ্ধার করেছে ওই রাজ্যের পুলিশের দুর্নীতি দমন শাখা (ACP)।

বুধবার দিনভর ওই সরকারি আধিকারিকের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার ১০০ কোটির হিসাব বহির্ভূত সম্পত্তি।

জানা গিয়েছে, ওই আধিকারিক তেলঙ্গানার রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির সেক্রেটারি শিব বালাকৃষ্ণ। তিনি হায়দরাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির ডিরেক্টরও ছিলেন।

এদিকে প্রাথমিক তদন্তের পর জানা যাচ্ছে, শিব বালাকৃষ্ণ নামক ওই সরকারি আধিকারিক বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিকে বেআইনিভাবে পারমিট দিয়েছেন। তার বিনিময়েই কোটি কোটি টাকা ও দামি উপহার পেয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পত্তির হদিশ পেতেই বুধবার ভোর থেকে অভিযানে নামে এসিবি। বালাকৃষ্ণের বাড়ি ও অফিস মিলিয়ে মোট ২০ জায়গায় তল্লাশি চালানো হয়। ভোর পাঁচটা থেকে শুরু হয়েছিল তল্লাশি, রাতভর সেই তল্লাশি চলে। ইতিমধ্যে বালাকৃষ্ণের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির মামলাও দায়ের করা হয়েছে। এদিন তল্লাশি অভিযানে বালাকৃষ্ণের বাড়ি থেকে ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে নগদ ৪০ লক্ষ টাকা, ২ কেজি সোনার গহনা, ৬০টি দামী বিদেশি ঘড়ি, ১৪টি আইফোন, ১০টি ম্যাক বুক ও আইপ্যাড, একাধিক ইলেকট্রনিক গ্যাজেট, ব্যাঙ্ক ডিপোজিট ও ফ্ল্যাটের নথি উদ্ধার হয়েছে। এছাড়া বেনামি একাধিক সম্পত্তিও উদ্ধার হয়েছে। তবে তাঁর আরও হিসাব বহির্ভূত সম্পর্কের হদিশ পেতে জারি রয়েছে তল্লাশি।

 

 

 

 

spot_img

Related articles

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...

সাংবাদিক নিগ্রহের ভিডিও মুছল NDTV! মিডিয়ায় পুঁজিবাদী আগ্রাসন নিয়ে তীব্র কটাক্ষ অভিষেকের

দেশের সবথেকে পরিছন্ন শহরের তকমা পাওয়া ইন্দোরেই নোংরা পানীয় জল খেয়ে মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে অশ্রাব্য...

অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে লাগাম টানতে উদ্যোগ! নয়া ‘অ্যাকশন প্ল্যান’ চালুর পথে রাজ্য

নতুন বছরের শুরুতেই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রুখতে রাজ্যস্তরে ‘স্টেট অ্যান্টিবায়োটিক অ্যাকশন প্ল্যান’ চালুর পথে হাঁটছে রাজ্য সরকার। আগামী...

BSL: ঘরের মাঠে হার সুন্দরবনের, দুরন্ত জয় মেদিনীপুরের

জমজমাট শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। নতুন বছরের প্রথম দিনে ঘরের মাঠে হারের মুখ দেখল সুন্দরবন...