Monday, August 25, 2025

পথ নিরাপত্তায় সচেতনতার প্রচার, ‘জামাল কুদু’ দিয়েই কামাল দেখালো রাজ্য পুলিশ

Date:

Share post:

‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ – কথাটা ছোট হলেও এর অর্থ গভীর। পথ দুর্ঘটনা (Road Accident)এড়াতে বাংলা জুড়ে পুলিশের (West Bengal Police) তরফে এইভাবেই মানুষকে সচেতন করার কাজ চলছে। তবে শুধু একটা ক্যাপশন তৈরি করাই নয় সমসাময়িক প্রাসঙ্গিকতাকে টেনে এনে মানুষের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে ট্রাফিক এবং আইনের নিয়ম সংক্রান্ত একাধিক বার্তা দেওয়াও রাজ্য পুলিশের (West Bengal Police) অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছে। তারই নবতম সংযোজন ইরানি গান ‘জামাল কুদু’ (Jamal Kudu) । বলিউডে এই গান তুমুল জনপ্রিয়তা পেয়েছে এমনকি সোশ্যাল মিডিয়ায় জুড়েও নতুন মোড়কে ‘জামাল কুদু’র আকর্ষণ তুঙ্গে। সেই জনপ্রিয় তাকে কাজে লাগিয়ে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-র (Safe Drive Save Life) প্রচারে বিশেষ চমক দিল রাজ্য পুলিশ। ফেসবুকে এই গানকে হাতিয়ার করেই নয়া ক‌্যাপশন ‘বাড়িতে চলতে পারে, গাড়িতে নয়।’

মাথায় মদের গ্লাস নিয়ে ববি দেওলের নাচ নকল করেননি এমন নৃত্য প্রিয় মানুষের সংখ্যা সোশ্যাল মিডিয়ায় বিরল। তাই এই গানের মাধ্যমে ‘ড্রানকেন ড্রাইভিং’ সংক্রান্ত ট্র্যাফিক সচেতনতা তৈরি করার চেষ্টা করছে পুলিশ। পথ নিরাপত্তায় (Road Safety) সচেতনতার প্রচারের অঙ্গ হিসাবে এটি ব্যবহার করা হচ্ছে।গত ১১ জানুয়ারি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফেসবুকে ‘অ‌্যানিম‌্যাল’ ছবির এই গান পোস্ট করে সেফ ড্রাইভ, সেভ লাইফ-এর প্রচার শুরু করে। যার ভিউয়ার্স ইতিমধ্যেই ৮.৮ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। ‘জামাল কুদু’ গানের সুরে মাথায় মদের গ্লাস নিয়ে ববি দেওল যখন দুলছেন, তখন ওই ভিডিওতে রাজ্য পুলিশের লোগো দিয়ে নীচে দুটি মদের বোতলের ইমোজি দিয়ে ভেসে আসছে ‘বাড়িতে চলতে পারে’ লেখা। তার কিছুক্ষণ বাদেই একটি গাড়িতে স্টিয়ারিং-র সামনে চালকের হাতে মদের বোতল। এবার ক্যাপশন ‘গাড়িতে নয়!’ সেইসঙ্গে ক্রস চিহ্ন। পোষ্টের শিরোনামেও লেখা একই কথা। হ্যাশট্যাগে ‘নো ড্রানকেন ড্রাইভিং’। ভাইরাল গানের দৃশ্যকে এভাবে সচেতনতা প্রচারের জন্য ব্যবহারের ভাবনার কারণে পুলিশের উদ্ভাবনী প্রতিভাকে কুর্নিশ জানাচ্ছে নেট দুনিয়ায়।

spot_img

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...