Thursday, August 21, 2025

‘আত্মীয়তায় সীমাবদ্ধ’, ব্রিটিশ প্রধানমন্ত্রী সম্পর্কে খোলামেলা নারায়ণ মূর্তি

Date:

Share post:

‘আন্তরিক ব্যক্তিগত আত্মীয়তায় সীমাবদ্ধ’। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের (Rishi Sunak) সঙ্গে সম্পর্কের বিষয়ে এমনটাই জানালেন শ্বশুরমশাই ইনফোসিস (INFOSYS) প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। ব্রিটেনের রাজনৈতিক বিষয়গুলিতে কোনওভাবেই মাথা গলানো থেকে দূরে থাকার কথাও জানান বর্ষীয়ান বিলিয়নিয়ার। পাশাপাশি নিজেও রাজনীতি থেকে যে দূরেই থাকতে চান স্বীকার করলেন নারায়ণ মূর্তি (Narayana Murthy)।

২০০৯ সালে ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি তনয়া অক্ষতা মূর্তির সঙ্গে বিবাহ সম্পর্কে আবদ্ধ হন ঋষি সুনক। ২০২২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর ইনফোসিস কর্ণধারের সঙ্গে পারিবারিক সম্পর্কের বিষয়টি ঘটা করে প্রচারের আলোয় আসে। সম্প্রতি ব্রিটেনের বিরোধী দলের সমালোচনার মুখে বিভিন্ন কারণে পড়তে হয়েছে ঋষি সুনককে। সেই সমালোচনার শিকার হয়েছেন স্ত্রী অক্ষতাও। বিরোধীরা ঋষি ও অক্ষতার যৌথ বাণিজ্যিক সংস্থাকে ইনফোসিস মদতপুষ্ট বলে দাবি করেছে।

তবে ইনফোসিস কর্তার দাবি, তাঁদের মধ্যে ভীষণই নিবিড়, আন্তরিক, ভালবাসার (affectionate) ব্যক্তিগত সম্পর্ক। আর সেই পর্যন্তই সম্পর্ক সীমাবদ্ধ। তার অতিরিক্ত বিষয়ে উভয়ের মধ্যে সম্পর্কের বিস্তার নেই। সেই সঙ্গে তিনি জানান, ব্রিটেনের বাসিন্দা হিসাবে সে দেশের রাজনৈতিক কোনও বিষয়ে উক্তি করা তাঁর পক্ষে অসম্মানজনক। তাই রাজনৈতিক বিষয়ে তিনি কোনও বক্তব্য পেশ থেকে সবসময় বিরত থাকেন।

স্বামীর মতো একই মতামত পোষণ করেন স্ত্রী সুধা মূর্তিও। তবে সমালোচনার মুখে কন্যা অক্ষতাকে শক্ত থাকার শিক্ষাও তিনি দেন। কঠিন সময়ে তিনি মেয়েকে শিখিয়েছেন নীতি ও আইন বজায় রেখে নিজের কর্ম করে যেতে। অন্যের বক্তব্য সাময়িকভাবে প্রভাবিত করলেও ধীরে ধীরে সেই প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব হবে যদি নিজে সঠিক পথে থাকা যায়। নিজের কাজের জন্য শিখণ্ডি হিসাবে কাউকে প্রয়োজন নেই, ঈশ্বর সবার কাজের বিচার করছেন।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...