Thursday, December 25, 2025

‘আত্মীয়তায় সীমাবদ্ধ’, ব্রিটিশ প্রধানমন্ত্রী সম্পর্কে খোলামেলা নারায়ণ মূর্তি

Date:

Share post:

‘আন্তরিক ব্যক্তিগত আত্মীয়তায় সীমাবদ্ধ’। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের (Rishi Sunak) সঙ্গে সম্পর্কের বিষয়ে এমনটাই জানালেন শ্বশুরমশাই ইনফোসিস (INFOSYS) প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। ব্রিটেনের রাজনৈতিক বিষয়গুলিতে কোনওভাবেই মাথা গলানো থেকে দূরে থাকার কথাও জানান বর্ষীয়ান বিলিয়নিয়ার। পাশাপাশি নিজেও রাজনীতি থেকে যে দূরেই থাকতে চান স্বীকার করলেন নারায়ণ মূর্তি (Narayana Murthy)।

২০০৯ সালে ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি তনয়া অক্ষতা মূর্তির সঙ্গে বিবাহ সম্পর্কে আবদ্ধ হন ঋষি সুনক। ২০২২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর ইনফোসিস কর্ণধারের সঙ্গে পারিবারিক সম্পর্কের বিষয়টি ঘটা করে প্রচারের আলোয় আসে। সম্প্রতি ব্রিটেনের বিরোধী দলের সমালোচনার মুখে বিভিন্ন কারণে পড়তে হয়েছে ঋষি সুনককে। সেই সমালোচনার শিকার হয়েছেন স্ত্রী অক্ষতাও। বিরোধীরা ঋষি ও অক্ষতার যৌথ বাণিজ্যিক সংস্থাকে ইনফোসিস মদতপুষ্ট বলে দাবি করেছে।

তবে ইনফোসিস কর্তার দাবি, তাঁদের মধ্যে ভীষণই নিবিড়, আন্তরিক, ভালবাসার (affectionate) ব্যক্তিগত সম্পর্ক। আর সেই পর্যন্তই সম্পর্ক সীমাবদ্ধ। তার অতিরিক্ত বিষয়ে উভয়ের মধ্যে সম্পর্কের বিস্তার নেই। সেই সঙ্গে তিনি জানান, ব্রিটেনের বাসিন্দা হিসাবে সে দেশের রাজনৈতিক কোনও বিষয়ে উক্তি করা তাঁর পক্ষে অসম্মানজনক। তাই রাজনৈতিক বিষয়ে তিনি কোনও বক্তব্য পেশ থেকে সবসময় বিরত থাকেন।

স্বামীর মতো একই মতামত পোষণ করেন স্ত্রী সুধা মূর্তিও। তবে সমালোচনার মুখে কন্যা অক্ষতাকে শক্ত থাকার শিক্ষাও তিনি দেন। কঠিন সময়ে তিনি মেয়েকে শিখিয়েছেন নীতি ও আইন বজায় রেখে নিজের কর্ম করে যেতে। অন্যের বক্তব্য সাময়িকভাবে প্রভাবিত করলেও ধীরে ধীরে সেই প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব হবে যদি নিজে সঠিক পথে থাকা যায়। নিজের কাজের জন্য শিখণ্ডি হিসাবে কাউকে প্রয়োজন নেই, ঈশ্বর সবার কাজের বিচার করছেন।

spot_img

Related articles

ক্রিসমাসে রক্তাক্ত ঢাকা, চার্চ টার্গেট করে বিস্ফোরণে মৃত ১

বড়দিনের উৎসব শুরু হবার আগেই বুধবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণে রক্তাক্ত বাংলাদেশের ঢাকা (Blast in Dhaka, Bangladesh)। মগবাজার ফ্লাইওভারে...

ক্রিসমাসে ঝলমলে পার্কস্ট্রিট, সান্টা টুপি মাথায় বড়দিনের সকালে পিকনিক মুডে বাঙালি

দেখতে দেখতে বছর প্রায় শেষ হতে চলল। ক্রিসমাসের মধ্য দিয়েই যেন বর্ষবরণের আনন্দ অনুষ্ঠানের সূচনা হয়ে যায়। বড়দিনের...

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...