Monday, January 12, 2026

রবিবারের ‘মন কি বাত’ জুড়ে সংবিধান আর রামমন্দিরের ইতিহাস!

Date:

Share post:

মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)’মন কি বাত'(Maan ki Baat) রেডিও অনুষ্ঠানে শুরু থেকেই উঠে এল রামলালা আর রামমন্দির (Ram Mandir)প্রসঙ্গ। বেতার অনুষ্ঠানের ১০৯ তম পর্বে ভারতের প্রধানমন্ত্রী অযোধ্যার রামমন্দিরের সঙ্গে জুড়লেন সংবিধানের (Indian ConsTitution)প্রসঙ্গ। এমনকি সংবিধান রচয়িতারাও রামের দ্বারাই অনুপ্রাণিত বলে দাবি নরেন্দ্র মোদির। পাশাপাশি ভারতীয় ক্রীড়াক্ষেত্র থেকে আয়ুর্দেব চিকিৎসা-সহ বিভিন্ন বিষয়ে কথা বললেন মোদি। শুধু দেশের মানুষের কর্মসংস্থানের বিষয়টি সযত্নে এড়িয়ে গেলেন।

আজ মোদির ‘মন কি বাত’ এর ১০ বছরের পূর্তি। ৭৫ তম সাধারণতন্ত্র দিবসের পরের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কী বার্তা দেন সেইদিকে আগ্রহ ছিল সকলেরই। এদিন শুরুতেই সংবিধানের প্রসঙ্গ উত্থাপন করে মোদি বলেন, বহু সাধনার পর লিখিত আকারে তৈরি হয়েছে এই সংবিধান। আসল সংবিধানের তিনটি ভাগ রয়েছে। যার প্রত্যেকটি ভাগে দেশবাসীর মৌলিক অধিকার সুনিশ্চিত করার বিষয় লেখা আছে। এরপরই রামমন্দিরের প্রাসঙ্গিকতা জুড়ে দেন সংবিধানের সঙ্গে। তিনি বলেন, সংবিধান রচয়িতারা তৃতীয় খণ্ডটির শুরুটা ফাঁকা রেখেছিলেন রাম-সীতা ও লক্ষ্মণের ছবি বসানোর জন্য। রাম রাজত্বের নিয়মকানুনই সংবিধান রচনায় অনুপ্রেরণা জুগিয়েছিল বলে এদিন দাবি করেন মোদি। ধর্মের ধ্বজা ধরে এরপর প্রধানমন্ত্রীর বক্তব্য চলতে থাকে। রামমন্দির প্রতিষ্ঠার মুহূর্ত থেকে আয়োজন সবটার সঙ্গেই মানুষের ধর্মীয় ভাবাবেগ জড়িয়েছে বলে জানান তিনি। ৭৫ তম সাধারণতন্ত্র দিবসে দেশের প্রমীলা বাহিনীর কুচকাওয়াজের কথা উল্লেখ করে ভারতের নারী শক্তির জাগরণকে কুর্নিশ জানান দেশের প্রধানমন্ত্রী। চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত বিষয় নিয়েই এদিন বিশেষ বার্তা দেন তিনি। আয়ুর্বেদ চিকিৎসার প্রতি জোর দেওয়ার পাশাপাশি অঙ্গদানের গুরুত্বও বোঝান ‘মন কি বাত’ অনুষ্ঠানে।


spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...