Monday, August 25, 2025

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কলকাতায় তৃণমূলের মিছিল, বিজেপিকে তোপ ফিরহাদের

Date:

Share post:

কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া কয়েক হাজার কোটি টাকা। একাধিকবার এই নিয়ে সরব হয়েছে তৃণমূল।কেন্দ্রকে বারবার আর্জি জানিয়েও মেলেনি ১০০ দিনের কাজের টাকা। এরই পাশাপাশি আবাস যোজনা প্রকল্পেও দীর্ঘদিন ধরে মিলছে না কেন্দ্রের টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বকায়া আদায়ে একাধিকবার দিল্লিতে দরবার করেছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বকেয়ার দাবিতে ধরনাতেও বসেছেন। কিন্তু মেলেনি বকেয়া টাকা। বিজেপি সরকারের মিথ্যাচারের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছে রাজ্যের শাসকদল।

রবিবার সরকারি প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কলকাতায় তৃণমূল মিছিল করল। গোলপার্ক থেকে মিছিল শুরু হয়েছে।গড়িয়াহাট হয়ে হাজরা পর্যন্ত মিছিল হবে।মিছিলে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয়, দেবাশিস কুমারের মতো নেতৃত্ব। মিছিলে পা মেলান দলের বিধায়ক এবং কর্মী সমর্থকরা।

হাজরায় তৃণমূলের সভায় মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, অবিলম্বে ১০০ দিনের কাজের টাকা দিক কেন্দ্রীয় সরকার। তার দাবি, এই টাকা রাজ্যের ন্যায্য পাওনা।ভারতের সংবিধান অনুযায়ী এই টাকা কেন্দ্র আটকে রাখতে পারে না।ছাত্র-যুব সবাইকে নিয়ে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আজও বাংলা মানুষের জন্য পথে নেমেছে।মুখ্যমন্ত্রী নিজেও পথে নেমে এর বিরুদ্ধে লড়াই করছেন।যতক্ষণ না কেন্দ্র আমাদের প্রাপ্য টাকা দেবে ততদিন এই প্রতিবাদ আন্দোলন চলবে।

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...