Wednesday, November 5, 2025

পুলিশ সংযত থাকায় বারাকপুরে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো গিয়েছে,মন্তব্য কুণালের

Date:

Share post:

বারাকপুরে বিজেপির মিছিল আটকাতে সোমবার পুলিশ যে সংযত মনোভাব দেখিয়েছে, এরপর বিজেপির পুলিশের বিরুদ্ধে কথা বলা মানায় না। তা বামফ্রন্টের পুলিশ হলে এই পরিস্থিতিতে ভয়ঙ্কর অবস্থা তৈরি হতো।এটা এই সরকারের পুলিশ বলেই কোনও খারাপ পরিস্থিতি তৈরি হয়নি। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।তিনি বলেন, একটা বিশৃঙ্খল জনগণকে আটকাতে পুলিশের যা যা করা উচিত সংযত ভাবে পুলিশ তাই করেছে। জল কামান নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্তবাবু বেশ বিচলিত বলে তিনি কটাক্ষ করেন।

এদিন কুণাল বলেন, পুলিশের ব্যারিকেড ভেঙ্গে যদি কোনও মিছিল এগোয় পুলিশ নিশ্চয়ই বসে বসে দেখবে না। তাই পুলিশ পুলিশের কাজ করেছে। পুলিশকে ইট পাটকেল মেরেছে, পাথর ছুঁড়ে মেরেছে, গন্ডগোল করেছে। পুলিশকে ধাক্কাধাক্কি করছে, তাই পুলিশ সরিয়ে দিয়েছে। আসলে গেরুয়া সমর্থকরা যে গণ্ডগোল পাকানোর চেষ্টা করতে পারে তা আগেই আঁচ করেছিল পুলিশ। সেইমতো ব্যারিকেড করে চিড়িয়ামোড়ের কাছে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ।

কিন্তু একের পর এক ব্যারিকেড ভেঙে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন বিজেপির কর্মী সমর্থকেরা। প্রাথমিক ভাবে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা হলেও ক্রমাগতই পুলিশের উপর আক্রমণ করতে থাকেন বিজেপির কর্মী সমর্থকেরা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, ইটবৃষ্টির জেরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।পুলিশ সংযত থাকাতেই কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...