Saturday, January 10, 2026

পুলিশ সংযত থাকায় বারাকপুরে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো গিয়েছে,মন্তব্য কুণালের

Date:

Share post:

বারাকপুরে বিজেপির মিছিল আটকাতে সোমবার পুলিশ যে সংযত মনোভাব দেখিয়েছে, এরপর বিজেপির পুলিশের বিরুদ্ধে কথা বলা মানায় না। তা বামফ্রন্টের পুলিশ হলে এই পরিস্থিতিতে ভয়ঙ্কর অবস্থা তৈরি হতো।এটা এই সরকারের পুলিশ বলেই কোনও খারাপ পরিস্থিতি তৈরি হয়নি। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।তিনি বলেন, একটা বিশৃঙ্খল জনগণকে আটকাতে পুলিশের যা যা করা উচিত সংযত ভাবে পুলিশ তাই করেছে। জল কামান নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্তবাবু বেশ বিচলিত বলে তিনি কটাক্ষ করেন।

এদিন কুণাল বলেন, পুলিশের ব্যারিকেড ভেঙ্গে যদি কোনও মিছিল এগোয় পুলিশ নিশ্চয়ই বসে বসে দেখবে না। তাই পুলিশ পুলিশের কাজ করেছে। পুলিশকে ইট পাটকেল মেরেছে, পাথর ছুঁড়ে মেরেছে, গন্ডগোল করেছে। পুলিশকে ধাক্কাধাক্কি করছে, তাই পুলিশ সরিয়ে দিয়েছে। আসলে গেরুয়া সমর্থকরা যে গণ্ডগোল পাকানোর চেষ্টা করতে পারে তা আগেই আঁচ করেছিল পুলিশ। সেইমতো ব্যারিকেড করে চিড়িয়ামোড়ের কাছে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ।

কিন্তু একের পর এক ব্যারিকেড ভেঙে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন বিজেপির কর্মী সমর্থকেরা। প্রাথমিক ভাবে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা হলেও ক্রমাগতই পুলিশের উপর আক্রমণ করতে থাকেন বিজেপির কর্মী সমর্থকেরা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, ইটবৃষ্টির জেরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।পুলিশ সংযত থাকাতেই কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।

 

spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...