Thursday, January 15, 2026

হাইকোর্টের প্রশাসনিক সিদ্ধান্ত, প্রাথমিক নিয়োগ মামলা থেকে সরানো হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরকে

Date:

Share post:

প্রাথমিক শিক্ষা সংক্রান্ত আর কোনও মামলার শুনানি হবে না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তাঁর হাতে থাকা এই সংক্রান্ত সমস্ত মামলার দায়িত্ব দেওয়া হল হাইকোর্টেরই অন্য বিচারপতিকে। মঙ্গলবার একটি নির্দেশিকা দিয়ে এমই প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট। ‘মাস্টার অফ রস্টার’ তথা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদলের সিদ্ধান্ত নিয়েছেন ।


প্রধান বিচারপতিরই স্বাক্ষরিত একটি নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে থাকা সমস্ত শিক্ষা মামলার শুনানি হবে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে। বদলে বিচারপতি গঙ্গোপাধ্যায় শুনবেন শ্রম এবং শিল্প আইন সংক্রান্ত মামলাগুলি। বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের মধ্যে নজিরবিহীন সংঘাতের মাঝেই হাইকোর্টের প্রধান বিচারপতির এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

শুধু তাই নয়, এদিন এদিন কলকাতা হাইকোর্টের ২৫০ জনের বেশি আইনজীবী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আচরণ নিয়ে চিঠি লিখে অভিযোগ জানান প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে। তাঁদের বক্তব্য, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে হেনস্থা করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, তাই তাঁকে ক্ষমা চাইতে হবে।

এদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা সরিয়ে নেওয়ার আগে দুই বিচারপতির সংঘাত নিয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বিরক্তি প্রকাশ করে মুখ খোলেন। কারও নাম না করে তিনি বলেন, আইনের মন্দিরে এই ঘটনা কখনই কাম্য নয়। সমগ্র পরিস্থিতির জন্য তিনি খুবই লজ্জিত, দুঃখিত এবং অনুতপ্ত। এই অপ্রীতিকর পরিস্থিতি জনসাধারণের মধ্যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। তবে আদালতের এও পর্যবেক্ষণ, পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এর কিছু পরেই হাইকোর্টের তরফে এই প্রশাসনিক সিদ্ধান্তে জানানো হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলা সরিয়ে নেওয়া হল।

spot_img

Related articles

ED অর্ধসত্য বলছে, মুখ্যমন্ত্রী শুধু দলীয় নথি নিয়েছেন, আদালতে জানালেন সিব্বল

আইপ্যাক অভিযান মামলায় ইডি (ED raid in IPAC case hearing) সম্পূর্ণ সত্যি কথা বলছে না, শীর্ষ আদালতের শুনানিতে...

IPAC মামলা: তল্লাশি শুরুর সাড়ে পাঁচ ঘণ্টা পর ইডির মেইল কেন, প্রশ্ন সিংভির

আইপ্যাকে ইডির তল্লাশি অভিযান (ED raid in IPAC) কি রাজ্য প্রশাসনের কাছ থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল? তা...

T20 WC: ধাক্কা ভারতীয় শিবিরে, তারকা অল রাউন্ডারের বিকল্প হতে পারেন কে?

বিশ্বকাপের (T20 World Cup 2026) আগে ফের ধাক্কা ভারতীয় শিবিরে। একদিনের সিরিজের পর এবার নিজল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ...

বৃহস্পতির সকালে শীত-কুয়াশার ওপেনিং ইনিংস, আগামী সপ্তাহে বাড়বে তাপমাত্রা 

পৌষের শীতের (Winter)হাড় কাঁপানো অনুভূতি মাঘের প্রথম সকালেও টের পাওয়া যাচ্ছে। তবে ভোরের দিকে হাওয়া একটু কম হওয়ায়...