Sunday, August 24, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফের এশিয়া ক্রিকেটের শীর্ষপদে অমিত-পুত্র! সম্মতি BCB-PCBর

Date:

Share post:

মাথায় রয়েছে বাবার হাত! আর সেই সুবাদেই ক্রিকেট (Cricket) জগতের সঙ্গে দূরদূরান্ত কোনও যোগাযোগ না থাকলেও ফের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পুত্র জয় শাহ (Jay Shah)। শাহপুত্রের দায়িত্বের মেয়াদ এক বছর বৃদ্ধি পেলেও এই নিয়ে টানা তিনবার এসিসি-র (Asian Cricket Council) সভাপতিত্ব করবেন জয়। বুধবার বালিতে এসিসির বার্ষিক সাধারণ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২১ সালের জানুয়ারি মাসে প্রথম এসিসির দায়িত্ব পেয়েছিলেন জয় শাহ। সভাপতি পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সী। যদিও এর পিছনে বিরোধীদের অভিযোগ, শুধুমাত্র অমিত শাহের হাত মাথায় আছে বলেই সভাপতি পদে তাঁর মেয়াদের দ্বিতীয় বছর পূর্ণ হতে চলছে। এমন আবহের মাঝেই তৃতীয় দফায় ফের তাঁকে মহাদেশীয় ক্রিকেটে প্রধান নিয়ন্ত্রকের ভূমিকায় দেখা যাবে। এসিসির এজিএমে সভাপতি পদে জয় শাহ’র নাম প্রস্তাব করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা। বাকি সদস্যরাও সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাবে সম্মতি জানান। এর আগে মহাদেশীয় এই ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এদিকে ২০২১ সালে জয় শাহ যখন বিসিসিআই-এর সচিব ছিলেন সেই বছরই তিনি এসিসির সভাপতি নিযুক্ত হন। তবে শোনা যায়, সেই বছর এশিয়ান ক্রিকেটের শীর্ষপদে নিযুক্ত হওয়ার কথা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তবে শারীরিক অসুস্থতার কারণে তা আর সম্ভব হয়নি ফলে জয় শাহই এসিসির সভাপতি নির্বাচিত হন। তবে ক্রীড়ামহলের মতে, ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জয় শাহের ফের এসিসির সভাপতি হওয়া খুবই তাৎপর্যপূর্ণ।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...