Friday, November 7, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফের এশিয়া ক্রিকেটের শীর্ষপদে অমিত-পুত্র! সম্মতি BCB-PCBর

Date:

Share post:

মাথায় রয়েছে বাবার হাত! আর সেই সুবাদেই ক্রিকেট (Cricket) জগতের সঙ্গে দূরদূরান্ত কোনও যোগাযোগ না থাকলেও ফের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পুত্র জয় শাহ (Jay Shah)। শাহপুত্রের দায়িত্বের মেয়াদ এক বছর বৃদ্ধি পেলেও এই নিয়ে টানা তিনবার এসিসি-র (Asian Cricket Council) সভাপতিত্ব করবেন জয়। বুধবার বালিতে এসিসির বার্ষিক সাধারণ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২১ সালের জানুয়ারি মাসে প্রথম এসিসির দায়িত্ব পেয়েছিলেন জয় শাহ। সভাপতি পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সী। যদিও এর পিছনে বিরোধীদের অভিযোগ, শুধুমাত্র অমিত শাহের হাত মাথায় আছে বলেই সভাপতি পদে তাঁর মেয়াদের দ্বিতীয় বছর পূর্ণ হতে চলছে। এমন আবহের মাঝেই তৃতীয় দফায় ফের তাঁকে মহাদেশীয় ক্রিকেটে প্রধান নিয়ন্ত্রকের ভূমিকায় দেখা যাবে। এসিসির এজিএমে সভাপতি পদে জয় শাহ’র নাম প্রস্তাব করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা। বাকি সদস্যরাও সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাবে সম্মতি জানান। এর আগে মহাদেশীয় এই ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এদিকে ২০২১ সালে জয় শাহ যখন বিসিসিআই-এর সচিব ছিলেন সেই বছরই তিনি এসিসির সভাপতি নিযুক্ত হন। তবে শোনা যায়, সেই বছর এশিয়ান ক্রিকেটের শীর্ষপদে নিযুক্ত হওয়ার কথা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তবে শারীরিক অসুস্থতার কারণে তা আর সম্ভব হয়নি ফলে জয় শাহই এসিসির সভাপতি নির্বাচিত হন। তবে ক্রীড়ামহলের মতে, ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জয় শাহের ফের এসিসির সভাপতি হওয়া খুবই তাৎপর্যপূর্ণ।

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...