মাঘের মধ্য গগনে আকাশের মুখ ভার। হাওয়া অফিসের (Weather Department)পূর্বাভাস মিলেছে অক্ষরে অক্ষরে। বুধবারের পর বৃহস্পতিবারেও সকাল থেকে বৃষ্টি (Rainy morning)। মেঘলা আকাশে শীতের দাপট কমেছে, কলকাতার (Kolkata Temperature) সর্বনিম্ন তাপমাত্রা উঠেছে ২০ ডিগ্রিতে। আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস, বৃহস্পতিবার প্রায় সারা দিনই কলকাতায় আকাশে মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে মহানগরী।

মঙ্গলবার থেকে রাজ্যে বৃষ্টি শুরু হয়েছে। লক্ষ্মীবারের সকালেও বৃষ্টিস্নাত দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বৃষ্টির কারণে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দুই ২৪ পরগনার পাশাপাশি, নদিয়া জেলায় শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হবে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে আকাশ পরিষ্কার হলেও নতুন করে ঠান্ডার আর ইঙ্গিত নেই।
