Tuesday, November 18, 2025

বছর শুরুতেই আমেরিকায় চার ভারতীয় পড়ুয়ার মৃত্যু! উদ্বিগ্ন ভারতীয় কনসুলেট

Date:

Share post:

এক মাসের মধ্যে চার ভারতীয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাপ বাড়ছে আমেরিকায় ভারতীয় কূটনীতিক মহলে। বৃহস্পতিবার মৃত্যু সংবাদ পাওয়া যায় ওহিও প্রদেশ থেকে। মৃতের নাম শ্রেয়স রেড্ডি বেনিগার। যদিও তাঁর মৃত্যুতে খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে ভারতীয় কূটনীতিক (Indian Consulate) মহল।

নতুন বছরের শুরুতে ইলিনয়েসে (Illinois) মৃত্যু হয় উকুল ধাওয়ান নামে এক পড়ুয়ার। প্রবল ঠাণ্ডায় অবসন্ন হয়ে গিয়ে মৃত্যু হয় তাঁর, এমনটাই জানা গিয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। তবে পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়েছে কেন ঢিল ছোঁড়া দূরত্বে থাকা পুলিশ উকুলের মৃত্যুর আগে কিছু টেরই পেল না। অন্যদিকে জর্জিয়ায় (Georgia) বিবেক সাইনি নামে এক পড়ুয়ার নৃশংস মৃত্যুতে সরব হয়েছিল গোটা ভারতীয় পড়ুয়া মহল। এক ভবঘুরের মারে মৃত্যু হয় পার্টটাইম দোকানে কর্মরত ওই পড়ুয়ার। একইভাবে সোমবার মৃতদেহ উদ্ধার হয় ইন্ডিয়ানার (Indiana) পড়ুয়া মেধাবী নীল আচার্যের। নিখোঁজ ছেলেকে খুঁজে দেওয়ার আবেদন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই উদ্ধার হয় তাঁর মৃতদেহ। ঘটনায় এখনও তদন্ত চালাচ্ছে টিপক্যানয় কাউন্টি।

তারই মধ্যে আবার এক মৃত্যু সংবাদ। সিনসিনাটি (Cincinnati) বিশ্ববিদ্যালয়ের অধীন কার্ল এইচ লিন্ডনার কলেজ অফ বিজনেসের (Carl H. Lindner College of Business) পড়ুয়া শ্রেয়স রেড্ডি বেনিগারের দেহ উদ্ধার হয়। শ্রেয়সের পরিবার হায়দ্রাবাদের বাসিন্দা। কনসুলেটের পক্ষ থেকে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। যদিও শ্রেয়স আমেরিকার নাগরিকত্ব নিয়েই ওহিও-তে থাকত। তাঁর মৃত্যুর কারণ স্পষ্টভাবে কনসুলেটের পক্ষ থেকে না জানানো হলেও খুনের সন্দেহ উড়িয়ে দিচ্ছে কনসুলেট। তদন্ত শুরু করেছে ওহিও পুলিশ।

spot_img

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...