Saturday, August 23, 2025

রাতের শহরে অপহরণ, ধাওয়া করে ফিল্মি কায়দায় দুষ্কৃতী ধরল পুলিশ

Date:

Share post:

কেন্দ্রের সাম্প্রতিক রিপোর্টে কলকাতা শহরকে দেশের সবথেকে নিরাপদ শহর হিসাবে চিহ্নিত করা হয়েছে। তার অন্যতম কারণ ছিল অপরাধ নথিভুক্তকরণের সংখ্যা ও অপরাধী ধরার রেকর্ড কলকাতা পুলিশের সবথেকে বেশি। শুক্রবার রাতে সেই রিপোর্টকে আরও একবার সত্যি প্রমাণ করল কলকাতা পুলিশের হরিদেবপুর থানা। ব্যবসায়ী অপহরণের ঘটনার কিছুক্ষণের মধ্যেই রীতিমত ধাওয়া করে অপহৃতকে উদ্ধার ও দুষ্কৃতীদের পাকড়াও করল পুলিশ।

শুক্রবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ কবরডাঙা থানা এলাকার একটি বারে ঢোকে পাঁচ দুষ্কৃতী। দোতলা বারে অন্যদিনের মতো ছিলেন আজাদগড়ে বাসিন্দা ব্যবসায়ী নিতিন শাহ। তাঁকে বন্দুকের মুখে ধরে জোর করে নিচে নিয়ে আসে দুষ্কৃতীরা। সেখানে একটি সাদা গাড়িতে তাঁকে তোলা হয়। ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে দুষ্কৃতীরা। নিতিনের দুই বন্ধু আটকানোর চেষ্টা করলেও বন্দুকের সামনে তারা পিছিয়ে আসে। গোটা ঘটনার ছবি ওই বিল্ডিংয়ের সিসিটিভিতে ধরা পড়ে। ১০.৪০ নাগাদ হরিদেবপুর থানায় অপহরণের ঘটনা জানিয়ে ফোন যায়।

ফোন পেয়েই অপারেশনে নামে হরিদেবপুর থানার পুলিশ। তিনটি গাড়ি নিয়ে তিন দিক থেকে শুরু হয় তল্লাশি। কিছুক্ষণের মধ্যে গাড়িটি ধরে ফেলে পুলিশ। দুই দুষ্কৃতী পালাতে সক্ষম হলেও তিনজনকে ধরে ফেলে পুলিশ। ধৃতরা হল বিপ্লব পাত্র ওরফে ভিক্টর, অশোক মাজি ও অরুনাংশু দাস। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশের অনুমান রীতিমত রেইকি করে অপহরণের এই চেষ্টা চালায় দুষ্কৃতীরা। কোন সময় ব্যবসায়ী বারে আসেন। কবরডাঙা এলাকা থেকে গাড়ি কয়েক ঘণ্টার জন্য ভাড়া করে নিজেরাই চালিয়ে অপহরণের অপারেশন চালায়। যদিও হরিদেবপুর পুলিশ গোটা প্রচেষ্টাতেই জল ঢেলে দেয়। এই ঘটনাই আবার প্রমাণ করল শহরে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে সদা সজাগ কলকাতা পুলিশ।

spot_img

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...