Sunday, January 11, 2026

রামমন্দির নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট! গেরুয়া ‘ষড়যন্ত্রে’ বিপাকে কংগ্রেস নেতার মেয়ে

Date:

Share post:

রামমন্দির (Ram Mandir) নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্টের জের! আর তার খেসারত যে এত ভয়ানক হবে তা হয়তো কল্পনাও করতে পারেননি প্রবীণ কংগ্রেস (Congress) নেতা মণিশংকর আইয়ারের (Manishankar Iyer) মেয়ে। এবার সেই ‘দোষেই’ সুরণ্যার (Suranya) বিরুদ্ধে থানায় দায়ের লিখিত অভিযোগ। শনিবারই দিল্লির সাইবার ক্রাইম থানায় এফআইআর (FIR) দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তথা বিজেপি নেতা অজয় আগরওয়াল। তাঁর অভিযোগ, গত ২০ জানুয়ারি নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে রামমন্দির উদ্বোধন নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করেছেন সুরণ্যা। আর এমন ঘটনা সামনে আসতেই বিজেপিকে কড়া জবাব বিরোধীদের। তাঁদের অভিযোগ, লোকসভা ভোটের আগেই রামমন্দিরের নামে মানুষের মধ্যে ধর্মীয় মেরুকরণ করছে বিজেপি। গেরুয়া শিবির দেখাতে চাইছে রামের উপর শুধুমাত্র তাঁদেরই অধিকার। তবে ভোটের আগে এসব করে লাভের লাভ কিছুই হবে না। দেশের মানুষ সব দেখছেন, সব বুঝছেন।

সূত্রের খবর, গত ২০ জানুয়ারি সুরণ্যা সোশাল মিডিয়ায় লেখেন, “আজকের দিনটা আমি উপবাস করব রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার প্রতিবাদে। এই উপবাস শুধু মুসলিম ভাইবোনেদের প্রতি সহমর্মিতা দেখাতেই।” আর এই পোস্ট সামনে আসতেই হইচই পড়ে যায়। এরপরই তড়িঘড়ি জাঙ্গিপুরার আবাসন ছাড়ার নির্দেশ দেওয়া হয় প্রবীণ এই কংগ্রেস নেতার মেয়েকে। পাশাপাশি আবাসনের তরফেও সাফ জানানো হয়, সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সম্মতিতে রামমন্দির ৫০০ বছর পর নির্মিত হচ্ছে। তারপরও আপনাদের মতো শিক্ষিত পরিবারের মানুষ এই ধরনের মন্তব্য কী করে করতে পারেন! যার জবাবে একটি ভিডিও পোস্ট করে সুরণ্যা জানান,ওই আবাসন কর্তৃপক্ষ যে কলোনির, সেখানে নাকি তিনি বসবাসই করেন না। তবে মামলাকারী বিজেপি নেতার অভিযোগ, শুধুমাত্র ২০ জানুয়ারিই নয়, ওই সময়ে রামকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত আপত্তিকর পোস্ট করেছিলেন তিনি। গোটা পোস্টটি খতিয়ে দেখেই ১৫৩-এ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির অনান্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি সুরণ্যা।

 

 

spot_img

Related articles

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...