Tuesday, November 25, 2025

বাংলায় শিল্পায়নে মাইনস্টোন, বিপুল অঙ্কের বিনিয়োগে বার্নপুরে নতুন ইস্পাত কারখানা ইস্কোর

Date:

Share post:

৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করে বার্নপুরে নতুন ইস্পাত কারখানা গড়তে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইস্কো। সাম্প্রতিককালে এত বিশাল অঙ্কের বিনিয়োগের কথা জানা যায়নি। নতুন এই কারখানা হলে কমপক্ষে ৪ হাজার মানুষের সরাসরি কর্মসংস্থান হবে। কাজ পাবেন আরও অন্তত ৫ হাজার চুক্তিভিত্তিক শ্রমিকও। কারখানার (Factory) উৎপাদন-ক্ষমতা হবে ৪ মিলিয়ন টন। বাংলায় শিল্পায়নে উল্লেখযোগ্য মাইনস্টোন এই বিশাল অঙ্কের বিনিয়োগ। ইতিমধ্যেই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (SAI) বোর্ডের সবুজসঙ্কেত মিলেছে। গৃহীত হয়েছে ডিপিআরও বা ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট।

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই রাজ্যে শিল্পায়ন ও কর্ম সংস্থানের উপর জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর নেতৃত্বে রাজ্যে শিল্পায়নে যে দৃষ্টান্তমূলক অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে তাতেই এই বিশাল বিনিয়োগ হয়েছে। নতুন কারখানা তৈরি হলে অনুসারি শিল্প গড়ে ওঠার পথও মসৃণ হবে।

সংস্থা সূত্রে খবর, কারখানা (Factory) গড়ার জন্য টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে যাবে এ বছরেই। আগামী বছরই কাজ শুরু হয়ে যাবে। এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবেশ-সুরক্ষার উপরে। প্রস্তাবিত কারখানাটি গড়ে উঠবে ইস্কো ও বার্ন স্ট্যান্ডার্ডের জমিতে। ২০২৮ এর মধ্যেই উৎপাদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে আশাপ্রকাশ। নতুন ইস্পাত কারখানার উৎপাদন ক্ষমতা পুরনোটির তুলনায় অনেকটাই বেশি হবে। সবমিলিয়ে উৎপাদন হবে ৭ মিলিয়ন টন। শিল্পবিশেষজ্ঞদের মতে, একসঙ্গে এত বিশাল অঙ্কের বিনিয়োগ রাজ্যে আগে হয়নি।

spot_img

Related articles

অরুণাচল চিনের: মহিলাকে হেনস্থার পরে ভারতের অস্তিত্বই ওড়ালেন চিনা বিদেশমন্ত্রী!

ভারতের অরুণাচলপ্রদেশকে জাংনান নাম দিয়ে আবারও দখলদারি প্রতিষ্ঠার চেষ্টা চিনের। অরুণাচলের বাসিন্দা মহিলাকে সাংহাই বিমানবন্দরে হেনস্থার ঘটনায় এবার...

দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন ভেবে ঝাঁপিয়ে পড়ুন: কলকাতা উত্তর-দক্ষিণের বৈঠকে বার্তা তৃণমূলের, বৈধ নাম বাদে আইনি লড়াইয়ের ইঙ্গিত

কলকাতা উত্তর ও দক্ষিণের অনেক জায়গায় SIR-এর রেজিস্ট্রেশন সঠিকভাবে হচ্ছে না। সোমবার, মেগা ভার্চুয়াল বৈঠকে উষ্মা প্রকাশ করেছিলেন...

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা কেন্দ্রের: বাংলাদেশে পুশব্যাক করা সোনালিকে ফেরাতে কড়া নির্দেশ

কেন ফিরিয়ে আনছেন না এদের? আপনাদের কাছে তথ্য যাচাইয়ের পথ তো খোলা আছে। তালে তাঁদের কথা বলতে দিন,...

হতশ্রী বোলিং, গুয়াহাটিতে লজ্জার হারের আতঙ্কে কাঁপছে টিম ইন্ডিয়া

ঠিক এক বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হয়েছিল ভারতকে। এবার প্রতিপক্ষ পাল্টে দক্ষিণ আফ্রিকা(South africa)।...