Wednesday, May 7, 2025

চুঁচুড়ায় অসুস্থ রোগীর বাড়িতে হানা, ইডির বিরুদ্ধে আদালতে যাচ্ছে পরিবার

Date:

Share post:

সকালবেলা কলিং বেল বাজতেই দরজা খুলেছিলেন চুঁচুড়ার (Chunchura) ময়দাডাঙ্গার সাঁধুখা পরিবার Sandhukha Family)। বাড়ির কর্তা ক্যানসারে আক্রান্ত তাই প্রতিমুহূর্তে টেনশন কাজ করে পরিবারের সদস্যদের মনে। এর মাঝেই সকাল সাড়ে সাতটা নাগাদ ঘরের দরগোড়ায় হাজির ১০ জনের ইডি (ED) আধিকারিকের দল। কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা বললেন, অভিযোগের ভিত্তিতেই সন্দীপবাবুর বাড়ির তল্লাশি করতে হবে এবং জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন আছে। কীসের অভিযোগ? কেন জিজ্ঞাসাবাদ? মাথায় হাত সন্দীপ সাঁধুখার (Sandip Sandhukha) ছেলের। ক্যানসারে আক্রান্ত বাবা একেবারে শয্যাসায়ী। তিনি তো কোনও কিছুর সঙ্গে জড়িত নন, স্পষ্ট জানায় ছেলে। এরপর ইডি আধিকারিকরা তাঁদের ‘ভুল’ বুঝতে পারেন। কিন্তু ততক্ষণ সাঁধুখা পরিবারের যা সম্মানহানি হয়েছে তার কী হবে? “দুঃখিত” বলে চলে যান ইডি অফিসাররা। কেন্দ্রীয় এজেন্সির এহেন আচরণে চাঞ্চল্য চুঁচুড়া জুড়ে।

ক্ষুদ্র ব্যবসায়ীর বাড়িতে হানা দেওয়াকে কেন্দ্র করে রীতিমতন সরগরম হুগলির চুঁচুড়া শহর। মঙ্গলে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। আজ সকালে চুঁচুড়া স্টেশন সংলগ্ন ময়দাডাঙ্গার সন্দীপ সাধুঁখা নামক এক ব্যবসায়ী বাড়িতে হানা দেন তাঁরা। পরিবারের সদস্য শুভদীপ সাধুঁখা জানিয়েছেন সম্পূর্ণ ঠিকানা আর নাম না দেখেই তাদের বাড়িতে এসে গেছেন কেন্দ্রীয় আধিকারিকরা। তাঁর অভিযোগ, পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে যে ব্যবহার করা হয়েছে এবং সেন্ট্রাল ফোর্স নিয়ে এসে বাড়ি ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা যথেষ্ট অসম্মানজনক। একটা কেন্দ্রীয় সংস্থা কী ভাবে সম্পূর্ণ তথ্য না দেখে এভাবে সাধারণ মানুষকে হয়রান করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রাও। সাধুঁখা পরিবার গোটা ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ এবং আদালতে যাওয়ার কথাও ভাবছেন তাঁরা।

spot_img

Related articles

কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সময়, আতঙ্কিত হওয়ার কারণ নেই: বার্তা মুখ্যমন্ত্রীর

এটা বিভেদের সময় নয়। কাঁধে কাধ মিলিয়ে লড়াইয়ের সময়। আতঙ্কিত হওয়ার কারণ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে...

অপারেশন সিন্দুরের উত্তর দিতে দুঘণ্টার বৈঠক! জাতীয় পতাকায় দফন জঙ্গিদের

রাতের অন্ধকারে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে ভারতের অপারেশন সিন্দুর। ২৫ মিনিটে ২৪ মিসাইল ও ড্রোন হামলা সফলভাবে চালায়...

পহেলগামে সিঁদুর মোছার বদলা ‘অপারেশন সিন্দুর’! কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ সদ্য স্বামীহারা হিমাংশীর

পহেলগামে নৃশংস জঙ্গি হামলায় সদ্য বিবাহিত স্বামী লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে হারিয়েছেন হিমাংশী। 'অপারেশন সিন্দুর'কে (Operation Sindur) তাই পহেলগাম...

ধরমশালা থেকে সরতে পারে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ

ভারত – পাকিস্তান(INDvPAK) অশান্তির জেরে এবার বদল হতে পারে আইপিএলের(IPL) ভেন্যুও। আগামী ১১ মে পঞ্জাব কিংস বনাম মুম্বই...