Tuesday, August 26, 2025

নতুন বছরেও EMI-তে গুনতে হবে না বাড়তি সুদ! ষষ্ঠবার রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

Date:

Share post:

নতুন বছরের শুরুর দিকেই ফের সুখবর শোনাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বৃহস্পতিবার সাফ জানানো হয়েছে আপাতত ঋণের বোঝা বাড়ানো হচ্ছে না। এদিন রেপো রেট (Repo Rate) ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রাখা হল। আর রেপো রেট অপরিবর্তিত থাকায় বাড়ছে না ঋণ ও ইএমআই-র (EMI) বোঝা। এই নিয়ে টানা ছয়বার রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই।

এদিন মনিটারি পলিসির কমিটির বৈঠকের পর আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানান, আর্থিক প্রবৃদ্ধির কথা মাথায় রেখেই রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছে। মূল্যবৃদ্ধিও ৪ শতাংশের উপরে থাকবে। প্রতি ত্রৈমাসিকেই বৈঠকে বসে মনিটারি পলিসি কমিটি। এই কমিটির বৈঠকেই রেপো রেট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও বলেন, খাদ্যপণ্যের দামে ওঠাপড়া মুদ্রাস্ফীতির উপর বড় প্রভাব ফেলেছে।

তবে রিজার্ভ ব্যাঙ্কের একটি সূত্র জানিয়েছে, দেশের খুচরো মুদ্রাস্ফীতিতে আংশিক লাগাম টানা সম্ভব হয়েছে। তবে সামগ্রিক মুদ্রাস্ফীতির হার লক্ষ্যমাত্রার তুলনায় এখনও অনেকটাই বেশি। পাশাপাশি এদিন আরবিআই গভর্নর জানান, ‘‘মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আমাদের প্রচেষ্টা জারি থাকবে। পাশাপাশি জিডিপি বৃদ্ধির সম্ভাব্য লক্ষ্যমাত্রা আগে ৬.৫ শতাংশ রাখা হলেও তা বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে বলেও জানান শক্তিকান্ত দাস। এদিকে রেপো রেট অপরিবর্তিত থাকায় প্রভাব পড়তে শুরু করেছে শেয়ার বাজারেও। দিনের শুরুতে সেনসেক্স সামান্য উপরে থাকলেও আরবিআই-এর ঘোষণার পর বড় পতনের মুখে সেনসেক্স ও নিফটি।

 

 

 

 

spot_img

Related articles

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...