Sunday, January 11, 2026

তৎপর পর্ষদ! মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মালদহ থেকে গ্রেফতার ‘মাস্টারমাইন্ড’

Date:

Share post:

প্রশ্নপত্র(Question Papers) ফাঁস করেও লাভের লাভ কিছুই হল না। এবার মাধ্যমিকের(Madhyamik) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার (Arrest) মাস্টারমাইন্ড (Mastermind)। সূত্রের খবর, মালদহের (Maldah) অভিযুক্ত গৃহশিক্ষকের (Private Tutor) নাম জীবন দাস (Jeevan Das)। মালদহের গোপালপুর অঞ্চলের বালুটোলা থেকে শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। ধৃত জীবন গৃহ শিক্ষকতার পাশাপাশি নিজেরও একটি কোচিং সেন্টার চালাতেন। পুলিশ সূত্রে খবর, মোবাইলের হোয়াটস অ্যাপ (Whatsapp) চ্যাট দেখতেই অভিযুক্তকে খুঁজে বের করতে সক্ষম হয় পুলিশ।

গত শনিবারই মাধ্যমিকের ইংরাজি পরীক্ষার দিন এনায়েতপুর হাই স্কুলের পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় প্রশ্নপত্র। এরপরই তল্লাশি চালিয়ে গোপালপুর হাইস্কুলের সাত পরীক্ষার্থীর থেকে উদ্ধার হওয়া মোবাইল বাজেয়াপ্ত করা হয়। এরপরই বাতিল করে দেওয়া হয় সাত পরীক্ষার্থীর পরীক্ষা। এরপর বাজেয়াপ্ত মোবাইলগুলি নিয়ে ঘাঁটাঘাঁটি করতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, একটি হোয়াটস অ্যাপ গ্রুপ থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়। যে গ্রুপের নাম ছিল এমপি ২০২৪ কোয়েশ্চন আউট। আর সেই গ্রুপের সন্ধান পেতেই নড়েচড়ে বসে প্রশাসন। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ মতোই এরপর শুরু হয় তদন্ত। এরপরই পুলিশ জানতে পারে জীবন দাসই ওই গ্রুপের অ্যাডমিন। আর প্রমাণ হাতে পেতেই অভিযুক্তর নাগাল পেতে তল্লাশি শুরু করে পুলিশ। এরপরই মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। আপাতত পুলিশ হেফাজতেই রয়েছেন তিনি। পাশাপাশি তাঁকে জেরা করে ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কী না তা জানার চেষ্টা করছে পুলিশ।

চলতি মাধ্যমিক পরীক্ষায় অত্যন্ত কড়া নজরদারির ব্যবস্থা করেছে পর্ষদ। কিন্তু তার মধ্যেই মাধ্যমিকের প্রথম দিন প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগ ওঠে। তবে পর্ষদ সাফ জানিয়েছে কেউ অন্যায় করলে বা কারও নামে কোনও অভিযোগ এলে তাঁকে কোনওভাবেই রেয়াত করা হবে না।

 

 

 

 

spot_img

Related articles

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...