Thursday, August 21, 2025

তৎপর পর্ষদ! মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মালদহ থেকে গ্রেফতার ‘মাস্টারমাইন্ড’

Date:

Share post:

প্রশ্নপত্র(Question Papers) ফাঁস করেও লাভের লাভ কিছুই হল না। এবার মাধ্যমিকের(Madhyamik) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার (Arrest) মাস্টারমাইন্ড (Mastermind)। সূত্রের খবর, মালদহের (Maldah) অভিযুক্ত গৃহশিক্ষকের (Private Tutor) নাম জীবন দাস (Jeevan Das)। মালদহের গোপালপুর অঞ্চলের বালুটোলা থেকে শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। ধৃত জীবন গৃহ শিক্ষকতার পাশাপাশি নিজেরও একটি কোচিং সেন্টার চালাতেন। পুলিশ সূত্রে খবর, মোবাইলের হোয়াটস অ্যাপ (Whatsapp) চ্যাট দেখতেই অভিযুক্তকে খুঁজে বের করতে সক্ষম হয় পুলিশ।

গত শনিবারই মাধ্যমিকের ইংরাজি পরীক্ষার দিন এনায়েতপুর হাই স্কুলের পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় প্রশ্নপত্র। এরপরই তল্লাশি চালিয়ে গোপালপুর হাইস্কুলের সাত পরীক্ষার্থীর থেকে উদ্ধার হওয়া মোবাইল বাজেয়াপ্ত করা হয়। এরপরই বাতিল করে দেওয়া হয় সাত পরীক্ষার্থীর পরীক্ষা। এরপর বাজেয়াপ্ত মোবাইলগুলি নিয়ে ঘাঁটাঘাঁটি করতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, একটি হোয়াটস অ্যাপ গ্রুপ থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়। যে গ্রুপের নাম ছিল এমপি ২০২৪ কোয়েশ্চন আউট। আর সেই গ্রুপের সন্ধান পেতেই নড়েচড়ে বসে প্রশাসন। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ মতোই এরপর শুরু হয় তদন্ত। এরপরই পুলিশ জানতে পারে জীবন দাসই ওই গ্রুপের অ্যাডমিন। আর প্রমাণ হাতে পেতেই অভিযুক্তর নাগাল পেতে তল্লাশি শুরু করে পুলিশ। এরপরই মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। আপাতত পুলিশ হেফাজতেই রয়েছেন তিনি। পাশাপাশি তাঁকে জেরা করে ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কী না তা জানার চেষ্টা করছে পুলিশ।

চলতি মাধ্যমিক পরীক্ষায় অত্যন্ত কড়া নজরদারির ব্যবস্থা করেছে পর্ষদ। কিন্তু তার মধ্যেই মাধ্যমিকের প্রথম দিন প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগ ওঠে। তবে পর্ষদ সাফ জানিয়েছে কেউ অন্যায় করলে বা কারও নামে কোনও অভিযোগ এলে তাঁকে কোনওভাবেই রেয়াত করা হবে না।

 

 

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...