Tuesday, November 4, 2025

কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বাংলার আত্মনির্ভরতা প্রতিফলিত হয়েছে বাজেটে: চন্দ্রিমা

Date:

Share post:

আত্মনির্ভর ভারত নিয়ে গালভরা ভাষণ দেয় কেন্দ্রের মোদি সরকার। তবে আত্মনির্ভরতা কাকে বলে সেটা দেখিয়ে দিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার মাঝেও বিকল্প পথে বাংলার মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন সিঙ্গেল ইঞ্জিন সরকার কি করতে পারে। শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন রাজ্যের অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি এদিনের সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ শানান চন্দ্রিমা।

এবারের ঐতিহাসিক বাজেটে রাজ্যের সমস্ত শ্রেণীর মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে, পরিষেবা, উন্নয়ন, পরিকাঠামো, সংস্কার সবকিছুতেই রাখা হয়েছে বিপুল বরাদ্দ। এদিন চন্দ্রিমা বলেন, লক্ষীর ভাণ্ডারে টাকার অঙ্ক বাড়ানো হয়েছে। যার ফলে ২ কোটি ১১ লক্ষ মহিলা উপকৃত হয়েছেন। ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এর জন্য। সমুদ্র সাথী প্রকল্পের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। এপ্রিল থেকে জুন, এই ২টি মাস ৫ হাজার টাকা করে পাবেন মৎস্যজীবীরা। খাদি গ্রাম উদ্যোগ থেকে কারিগর, সব ক্ষেত্রকে বেছে নেওয়া হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী ১০০ দিনের কাজের শ্রমিকদের আরও ৫০ দিনের কাজ নিশ্চিত করেছেন। চাকরির ক্ষেত্র থেকে গঙ্গাসাগরে ব্রিজ সবেতেই হয়েছে বিপুল বরাদ্দ। তবে এতকিছু সত্ত্বেও বিজেপির মতো নিন্দুকের অভাব নেই বাংলায়। দাবি করা হচ্ছে ভোটকে নজরে রেখেই এই বরাদ্দ। এরও জবাব এদিন দিয়েছেন চন্দ্রিমা।

সাংবাদিকদের প্রশ্নের পাল্টা তিনি প্রশ্ন করেন, কারা বলছে এটা ভোটের আগের বাজেট? আমরা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে এই বাজেট পেশ করেছি। একইসঙ্গে ঘোষণা করেন, ঐতিহাসিক এই বাজেটের জন্য আমাদের বিভিন্ন শাখা সংগঠন ও গণ সংগঠনগুলি রাজ্যজুড়ে ‘ধন্যবাদ মুখ্যমন্ত্রী’ সূচক কর্মসূচি গ্রহণ করবে। সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি জেলায়, ব্লক স্তরে ৫ হাজার মহিলারা এই কর্মসূচি পালন করবে। কলকাতাতেও আগামীকাল বেলা ৩টের সময় আমরা একটা মিছিল করবো গোলপার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত। সেখানে মা-বোনদের মুখ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদসূচক বার্তা ধ্বনিত হবে।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...