Thursday, December 4, 2025

‘সমুদ্রসাথী’ প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে কুর্নিশ কুণালের

Date:

Share post:

‘সমুদ্রসাথী’ প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোমবার কাঁথির পেটুয়াঘাটে মৎস্যজীবী সম্মেলনে কুণাল বলেন, পেট্রোল- ডিজেল- রান্নার গ্যাস থেকে জীবনদায়ী ওষুধ সবকিছুর দাম কেন্দ্রের বিজেপি সরকার শুধু বাড়াচ্ছে। সংসারের খরচ শুধু বেড়েই চলেছে। বিজেপি সরকার যেখানে ক্ষমতায় আসছে, কোথাও বলছে মাংস খাওয়া বন্ধ আবার কোথাও বলছে মাছ খাওয়া বন্ধ, কোথাও বলছে ডিম খাওয়া বন্ধ, শুধু নিরামিষ খেতে হবে।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের পাশে মানুষের উন্নয়নে একের পর এক প্রকল্প করে চলেছে। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রী একের পর এক পঞ্চাশ ষাটটি প্রকল্প। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের পাশে থাকছে রাজ্য সরকার। আর এবার সমুদ্রসাথী প্রকল্প। তিনি বলেন, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত মাছ ধরায় বিধিনিষেধ থাকে। তাই মৎস্যজীবীরা কষ্টের মধ্যে দিয়ে কাটানো এই সময়টা নিয়েও ভেবেছেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না, রাজ্য সেই টাকা একুশে ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু করবে, সরাসরি অ্যাকাউন্টে যাবে। আবাসের টাকা দিচ্ছে না, এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। মৎস্যজীবী পরিবার এই দুই মাসের জন্য পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা পাবেন। আসলে মানুষের আর্থিক অধিকারটা বাড়িয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিরোধী দলনেতার নাম না করে কুণাল বলেন, অনেকে আসবেন সুবিধা নিয়ে এখন কুৎসা করে বেড়াচ্ছে। আপনি আপনার জীবনের অভিজ্ঞতা থেকে ভোট দেবেন।
কুণালের স্পষ্ট কথা,মানুষের মধ্যেই ঠাকুর আছে। আর সেই ঠাকুরকে প্রণাম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নানান ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। গরিব মানুষ শ্রমজীবী মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়।বিজেপিকে কোনওদিন জীবনে আসতে দেওয়া যাবে না।নিজের অধিকার রক্ষার জন্য এই সরকারের পাশে থাকতে হবে।

spot_img

Related articles

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে...

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...