Wednesday, August 20, 2025

শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ আদালতে

Date:

Share post:

যাকে নিয়ে এত কাণ্ড সেই শেখ শাহজাহান স্বস্তি পেলেন না, মিলল না আগাম জামিন। বারবার হাজিরা এড়ানোয় প্রশ্নের মুখে শেখ শাহজাহান। দু দিনের রক্ষাকবচ দিন, আজই হাজিরা দেব, আদালতে আর্জি শেখ শাহজাহানের আইনজীবীর। ‘ভয় পাচ্ছেন কেন? এ তো, ‘ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি’, মন্তব্য ইডির আইনজীবীর। গ্রেফতার নিয়ে কোনও নিশ্চয়তা দেওয়া যাবে না, জানাল ইডি। মামলার পরবর্তী শুনানি ২৩ ফেব্রুয়ারি।

তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। কী নেই সেই তালিকায়? রয়েছে ভেড়ির জন্য জমি দখল, জমি নিয়ে টাকা না দেওয়া, টাকা চাইলে মারধর, নারী নির্যাতনের মতো বিস্ফোরক অভিযোগ। শেখ শাহজাহানের দুই শাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দারের একাধিক গুণপনার বিরুদ্ধে ক্ষোভের আগুনে পুড়ছে সন্দেশখালি। রাস্তায় নেমে, লাঠিসোঁটা হাতে গর্জে উঠেছেন মহিলারা।পুলিশের খাতায় ফেরার হয়েও আদালতে আগাম জামিনের আর্জি জানিয়েছেন শেখ শাহাজাহান। সোমবার ব্যাঙ্কশাল আদালতে ছিল জামিন মামলার শুনানি। সেখানেই শাহজাহানের আইনজীবী আগাম জামিনের আর্জি করেন। বলেন, ২ দিন সময় দেওয়া হোক। গ্রেফতার করা হবে না তা নিশ্চিত করা হোক। তাহলে হাজিরা দেবেন শেখ শাহজাহান। সঙ্গে সঙ্গে বিরোধিতা করেন ইডির আইনজীবী।

গত ৫ জানুয়ারি, সন্দেশখালির শেখ শাহজাহানের বাড়িতে হানা দিতে গিয়ে, তাঁর অনুগামীদের হাতে রক্তাক্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের। তখন থেকেই বেপাত্তা সন্দেশখালি ১ নম্বরের ব্লক সভাপতি ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহান। সোমবার তাঁকে তৃতীয়বার তলব করে ইডি। যদিও, গত দু’বারের মতো এবারও হাজিরা দেননি তিনি। এদিন, আদালতে তার আইনজীবী বলেন, শেখ শাহজাহানের বিরুদ্ধে ইডি কোনও তথ্যপ্রমাণ দেখাতে পারছে না। বলছে শুধু, আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে হাজিরা দাও। শেখ শাহজাহানের বিরুদ্ধে কিছু থাকলে তো তার ডকুমেন্ট চাইত। এই নিয়ে তিনবার তলব করা হয়েছে।’

ইডির আইনজীবী সন্দেশখালির ঘটনার কথা ফের তুলে ধরেন আদালতে। বলেন, আমাদের পাথর ছোঁড়া হয়েছিল। আমাদের বিরুদ্ধে কেস করা হয়েছে। আদালতে আগাম জামিনের আর্জি নিয়েও ক্ষোভপ্রকাশ করেন আইনজীবী। এর পরই বিচারক শাহজাহানের আইনজীবীকে প্রশ্ন করেন, ওনার মক্কেল কেন যাচ্ছেন না। জবাবে তিনি বলেন, তদন্তকারীদের ধারণা শাহজাহান সীমান্ত দিয়ে বিদেশে টাকা পাচার করেন। উনি প্রভাবশালী। মন্ত্রীর ঘনিষ্ঠ। তথ্য নষ্টের আশঙ্কায় জামিনের বিরোধিতা করা হচ্ছে। তাই শাহজাহানের আশঙ্কা তাঁকে গ্রেপ্তার করা হতে পারে।

spot_img

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...