রাজধানী দিল্লিতে বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কনভয়ের মাঝে ঢুকে পড়ে অন্য একটি গাড়ি। যদিও রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা তৎক্ষণাৎ পদক্ষেপ করায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।তবে দিল্লির এই ঘটনার জন্য রাজভবন নাকি সন্দেশখালির নেতা শেখ শাহজাহনের যোগসাজশ থাকতে পারে বলে দাবি করেছে। সূত্রের খবর, এ ব্যাপারে দিল্লির পুলিশের কাছে আশঙ্কাও প্রকাশ করেছে রাজভবন। দিল্লি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যপালের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “ভিত্তিহীন দাবি। দিল্লির রাস্তায় কী হয়েছে, সেটা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুলিশ দেখবে। উনি (রাজ্যপাল) বরং এই নিয়ে অমিত শাহের কাছে গিয়ে কান্নাকাটি করুন।” প্রচারের আলোয় থাকতেই রাজ্যপাল এই সব আজগুবি অভিযোগ করছেন বলেও দাবি করেন কুণাল।

জানা যায় রাজস্থানের একটি অনুষ্ঠান শেষে সড়ক পথে দিল্লি ফিরছিলেন রাজ্যপাল। ফেরার পথে দিল্লি ঢোকার মুখে রাজ্যপালের কনভয় দুর্ঘটনার মুখে পড়ে। এই এই ঘটনা শাহজাহানের চক্রান্ত বলে দাবি রাজভবনের।
