উত্তরপাড়ায় পাকড়াও ডাকাত দল, গ্রেফতার ৪

সরস্বতী পুজোর আগে ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল উত্তরপাড়া থানার কানাইপুর ফাঁড়ি পুলিশ (Kanaipur Police, Uttarpara)।গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গল শ্রীরাম হাউজিং থেকে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন মিন্টো সিং ,গজেন্দ্র যাদব, কলবিন্দ্র সিং ও রাহুল প্রসাদ। তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, তিনটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন, একাধিক সিম সহ বেশ কিছু কার্ড উদ্ধার হয়েছে বলে জানা গেছে। ধৃতরা প্রত্যেকেই ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা যাচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে প্রায় দেড় মাস ধরে হিন্দ মোটর হাউসিং এর একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন সন্দেহভাজন চার যুবক। তাঁরা খুব একটা বেশি বাইরে না বের হওয়ায় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের এবং খবর দেওয়া হয় পুলিশে।এরপর উত্তরপাড়া থানার আই সি অমিতাভ সান্যালের নির্দেশে কানাইপুর ফাঁড়ির অফিসার ইনচার্জ রাহুল বিশ্বাসের নেতৃত্বে পুলিশবাহিনী মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাটে অভিযান চালায়। একজন পালিয়ে যাবার চেষ্টা করলেও পুলিশ তাঁদের ধরে ফেলে। ধৃতরা ডাকাতির উদ্দেশে জড়ো হওয়ার পাশাপাশি অনলাইন প্রতারণাচক্র চালাতেন বলে অভিযোগ। দুজন বিহার ও দুজন ছত্রিশগড়ের বাসিন্দা বলে জানা গেছে। এদের সঙ্গে আর কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।


Previous articleআজ কী ঘটেছিল?
Next articleদিল্লিতে রাজ্যপালের কনভয় দুর্ঘটনায় শাহজাহানের চক্রান্ত দেখছে রাজভবন! আজগুবি বললেন কুণাল