Monday, November 24, 2025

আজ শুধুই ‘ভালোবাসার দিন’! “তত্ত্ব উৎসব” ঘিরে বর্ধমানে সাজো সাজো রব

Date:

Share post:

ফেব্রুয়ারি (February) মাস মানেই ‘ভালোবাসার মরসুম’। বুধবারই সরস্বতী পুজোর (Saraswati Pujo) পাশাপাশি ভ্যালেন্টাইন্স ডে-ও (Valentines Day) সমানভাবে উপভোগ করেছে মানুষ। তবে শুক্রবার বর্ধমানে (Burdwan) পালিত হচ্ছে “তত্ত্ব উৎসব”। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলিতে (Hostel) প্রতিবছরের মতো বৃহস্পতিবারও এই বিশেষ উৎসব পালিত হল। সরস্বতী পুজোর ঠিক পরের দিন হস্টেলে হয়ে আসা এই পুরনো রীতিতে একে অপরকে মনের কথা বলা যায়। পাশাপাশি এদিন নতুন বন্ধু বেছে নেওয়ার দিন। আর সেই উপলক্ষেই এদিন সকাল থেকে বর্ধমানে সাজো সাজো রব।

সরস্বতী পুজো অর্থাৎ বাঙালির অঘোষিত ভালোবাসার দিনের পরদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গার্লস এবং বয়েজ হস্টেলের মধ্যে তত্ত্ব আদানপ্রদান প্রাচীন একটি রীতি। বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর কাছে মনের গোপনে লুকিয়ে রাখা একান্ত ইচ্ছাও অনেক পড়ুয়া আজকের দিনে প্রকাশ করে দেন। সারাবছরের চিরাচরিত জিন্স-টপ, সালোয়ার-কুর্তা ছেড়ে মেয়েদের পরনে আজ রঙিন শাড়ি। ছেলেদের পোশাকেও বৈচিত্র চোখে পড়ার মতো। পাঞ্জাবী-পাজামায় পরিণত বয়স্কদের মতো আপ্যায়ণের ব্যস্ততা তাঁদের শরীরী ভাষায়। বছরের আর পাঁচটা দিন ছাত্রীদের হস্টেলগুলোতে প্রবেশে বাঁধা থাকলেও আজ এই ভালোবাসার দিনে তাতে ছাড় মেলে। প্রথমে ছাত্রদের হস্টেল থেকে ফল, মিষ্টি, চিপস, চকলেটে ভরা তত্ত্বের ডালি পৌঁছে যায় ছাত্রীদের মীরাবাঈ, নিবেদিতা, প্রীতিলতা, সরোজিনী, গার্গী হস্টেলে। পাশাপাশি রাত জেগে নিজেদের সাজানো তত্ত্ব নিয়ে মেয়ের দল পৌঁছে যায় অরবিন্দ, চিত্তরঞ্জন, নেতাজি, বিবেকানন্দ, রবীন্দ্র কিংবা আইনস্টাইন হস্টেলে। তবে শুধু তত্ত্ব নিয়ে যাওয়া বললে ভুল হবে। এদিন শঙ্খ, ঢাকের তালে তালে চলে নাচও।

তত্ত্বতে কী থাকে?

ফল, মিষ্টি, চকোলেট, ক্যাডবেরি, নাটস্ সহ বিভিন্ন সামগ্রী দিয়ে সাজানো থাকে তত্ত্বের ডালা। শুধু তাই নয় অনেকে প্রিয়জনের জন্য তাঁর প্রিয় জিনিসটিও লুকিয়ে নিয়ে যায় তত্ত্বের আড়ালে। এমনকি আজকের দিনেই মনের গোপনকথা প্রকাশ করে প্রিয়জনকে খুঁজে নেন অনেকেই। তবে এসবের মধ্যে থাকে এক ছাত্রাবাসের সঙ্গে অপর ছাত্রাবাসের একে অপরকে টেক্কা দেওয়ার পাল্লা। তত্ত্ব সাজানো আর আলপনা আঁকা; এই দুই কাজে এক হোস্টেল আরেক হোস্টেলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। আর এই অলিখিত প্রতিযোগিতার মাঝেই যেন গড়ে ওঠে বন্ধুত্বের বন্ধন, আরও গভীর হয় সম্পর্ক।

 

 

 

 

spot_img

Related articles

আজ মন্ত্রিসভার বৈঠকে মমতা, দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করবেন অভিষেকও

সোমবার বিকেলে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন  বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।রাজ্য জুড়ে চলা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন...

১৭ দিনে কাজ শেষ করলেন রাজ্যের দুই BLO: জানালেন হাজারো সমস্যার কথা

নির্বাচন কমিশন কতটা কাঁটায় ভরা পথে রাজ্যের বুথ লেভেল আধিকারিকদের এসআইআর প্রক্রিয়া করতে বাধ্য করছে, তার প্রমাণ রাখলেন...

পিসেমশাই-বৌমা সম্পর্কে স্বামীকে মারতে সুপারি কিলার! বরাহনগর গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

অবৈধ সম্পর্কের জেরেই বরাহনগরে গুলি চলেছিল, তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। স্বামীকে খুন করার জন্য সুপারি কিলার...

দূষণে দমবন্ধ রাজধানীর! বিদেশ সফর নিয়ে মোদিকে কটাক্ষ তৃণমূলের

রাজধানী দিল্লিতে ভয়াবহ দূষণ নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। সমাজমাধ্যমে তাঁর কটাক্ষ,...