Saturday, November 8, 2025

‘প্রতিহিংসার রাজনীতি’! সুকান্তর অভিযোগ পেয়েই মুখ্যসচিব, ডিজি-সহ ৩ আইপিএস অফিসারকে তলব সংসদীয় কমিটির

Date:

Share post:

লোকসভা ভোট (Loksabha Election) যত এগিয়ে আসছে কেন্দ্রের মোদি সরকারের (Modi Govt) রাজনৈতিক প্রতিহিংসার ছবি প্রকাশ্যে আসছে। এবার রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজির পাশাপাশি ৩ পদস্থ কর্তাকে দিল্লিতে ডেকে পাঠাল লোকসভার সংসদীয় স্বাধিকার রক্ষা কমিটি। সূত্রের খবর, বুধবার সন্দেশখালিতে (Sandeskhali) ‘নাটক’ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। পুলিশি নির্দেশ অগ্রাহ্য করেই অশান্তি পাকানোর লক্ষ্যে সন্দেশখালি পৌঁছে যাওয়ার চেষ্টা করলে সুকান্ত এবং তাঁর দলবলকে আটকায় পুলিশ। এরপরই অসুস্থ হওয়ার নাটক করে হাসপাতালে ভর্তি হন সুকান্ত। এরপরই রাজ্য পুলিশের বিরুদ্ধে পাল্টা সংসদীয় কমিটির কাছে মেল করে অভিযোগ জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ রাজ্য পুলিশের পাঁচজন আইপিএস অফিসারকে তলব করল সংসদীয় কমিটি। ১৯ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সকাল সাড়ে দশটায় তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের মৌখিক বক্তব্য শোনা হবে বলে জানা গিয়েছে। তবে এদিন কেন্দ্রের গাজোয়ারি পদক্ষেপের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, সুকান্ত মজুমদার কোনও দলের প্রতিনিধি হয়ে নয়, তিনি পুলিশি বাধা সত্ত্বেও বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন। স্বাভাবিকভাবেই তাঁকে বাধা দিয়েছে পুলিশ। সুকান্ত সাংসদ পদের জেরেই এমন পদক্ষেপ নিয়েছেন। কিন্ত আদৌ সংসদের স্বাধিকার রক্ষা কমিটির এই এক্তিয়ার আছে কী না তা নিয়েও উঠছে প্রশ্ন। বিরোধীদের প্রশ্ন, সত্যি যদি সাংসদের হেনস্থার জন্য এই তলব হয় সেক্ষেত্রে শুধুমাত্র বিজেপি কেন, অন্য সাংসদদের লাগাতার হেনস্থা, আক্রমণ করা হলেও কেন কোনও পদক্ষেপ নেয়না সংসদীয় কমিটি তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।

তবে শুধু রাজীব কুমার নন, তাঁর পাশাপাশি তলব করা হয়েছে উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, বসিরহাটের এসপি হুসেন মেহেদি রহমান এবং উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে তলব করেছে সংসদীয় কমিটি।

বুধবার সকাল থেকেই টাকি থেকে সন্দেশখালি যাওয়ার পথে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও গাজোয়ারি দেখাতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন বিজেপুর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ১৪৪ ধারা জারি থাকায় সেখানে তাঁদের যেতে দেওয়া হবে না বলে জানায় পুলিশ। এরপরই বিজেপি রাজ্য সভাপতি এবং বাকি কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় তাঁদের। তার মধ্যেই পুলিশের গাড়ির বনেটে উঠে যান সুকান্ত। এরপর ‘মহানাটক’ করে অসুস্থতার কারণ দেখিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তারপরই পায়ের তলার মাটি হারিয়ে মিথ্যা পুলিশি হামলার অভিযোগ তলে স্পিকার ওম বিড়লাকে মেল করেন বিজেপির রাজ্য সভাপতি। আর তাঁর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এবার রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ ৩ আইপিএস অফিসারকে দিল্লিতে ডেকে পাঠাল সংসদের স্বাধিকার রক্ষা কমিটি।

 

 

 

 

spot_img

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার এক লাফে এতটা বেড়েছে,...

এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের জন্য সোনা জয় বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ারের

আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করলেন বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ার। ২২টি দেশকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক স্তরের জ্যাভলিন থ্রো...