Thursday, November 13, 2025

ইলেক্টোরাল বন্ডে সব দলের মিলিত আয়ের প্রায় দেড়গুণ শুধু বিজেপির!

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেক্টোরাল বন্ডে (electoral bond) বিভিন্ন দলের ২০১৭-১৮ সাল থেকে প্রাপ্ত টাকার অঙ্কের হিসাব প্রকাশের পরই দেখা যাচ্ছে তালিকায় শীর্ষে ভারতীয় জনতা পার্টি। এমনকি তাদের প্রাপ্ত টাকার পরিমাণ এই সময়ের মধ্যে অন্য সব দলের প্রাপ্ত মোট টাকার পরিমাণের প্রায় দেড়গুণ। সব দলের ক্ষেত্রেই দেখা গিয়েছে ইলেক্টোরাল বন্ডের ৯০ শতাংশ টাকার উৎস কর্পোরেট সংস্থা (corporate money)। বিজেপির ক্ষেত্রে এই কর্পোরেট অনুদান বৃদ্ধির পরিমাণ প্রায় ১৭ শতাংশ।

২০১৭-১৮ সাল থেকে ২০২২-২৩ সাল পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক দলগুলির ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে পাওয়া টাকার অঙ্কে বলা বাহুল্য, প্রথম স্থানে বিজেপি। তাঁদের প্রাপ্ত টাকার পরিমাণ ৬ হাজার ৫৬৬ কোটি। আর তার ধারে কাছেও নেই দ্বিতীয় স্থানে থাকা জাতীয় কংগ্রেস। তাঁদের প্রাপ্ত টাকার অঙ্ক ১ হাজার ১২৩ কোটি টাকার কাছাকাছি। তিন নম্বরে রয়েছে তৃণমূল কংগ্রেস। ছয়টি অর্থবর্ষে ইলেক্টোরাল বন্ডে তাঁদের প্রাপ্ত টাকার পরিমাণ ১ হাজার ৯২ কোটির কাছাকাছি। নির্বাচন কমিশনের তরফে এই তালিকা সুপ্রিম কোর্টে (Supreme Court) পেশের পর আদালতের পর্যবেক্ষণ মূলত কেন্দ্র ও রাজ্যের ক্ষমতাসীন দলগুলিই এই বন্ডের টাকার সিংহভাগ পেয়েছে।

সর্বোচ্চ আদালতে নিজেদের তথ্য পেশ করে নির্বাচনে নজরদারি চালানো বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশ ফর ডেমোক্রেটিক রিফর্মস (Association for Democratic Reforms)। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে ২০২২-২৩ অর্থবর্ষে সব রাজনৈতিক দল মিলিয়ে ইলেক্টোরাল বন্ডে প্রাপ্ত টাকার মধ্যে ৮০ শতাংশই কর্পোরেট সংস্থা থেকে পাওয়া। ইলেক্টোরাল বন্ডে প্রাপ্ত মোট কর্পোরেট অনুদানের পরিমাণ প্রায় ৮৫০ কোটি টাকা। তার মধ্যে প্রায় ৭১৯ কোটি বিজেপির পকেটে গিয়েছে। এমনকি বাকি রাজনৈতিক দলগুলি মিলিতভাবে প্রায় ৭০ কোটি টাকা কর্পোরেট সংস্থা থেকে ইলেক্টোরাল বন্ডে টাকা পেয়েছে। এই তথ্য অনুযায়ী দ্বিতীয় স্থানে জাতীয় কংগ্রেসের প্রাপ্ত টাকার পরিমাণ প্রায় ৮০ কোটি, যা কেন্দ্রের শাসকদলের প্রাপ্ত টাকার প্রায় দশ ভাগের এক ভাগ।

বিজেপি এই কর্পোরেট টাকা পেয়েছে প্রায় ৩ হাজার কর্পোরেট সংস্থা থেকে। কংগ্রেস পেয়েছে ৭০টি কর্পোরেট সংস্থা থেকে যা ২০২১-২২ অর্থবর্ষ থেকে প্রায় ১৬ শতাংশ কম। আর রাজনৈতিক দলের তহবিলে এই কোটি কোটি টাকা দেওয়া কর্পোরেট সংস্থাগুলির মধ্যে প্রায় ২৬৩ কোটি টাকা এসেছে দিল্লির কর্পোরেট সংস্থাগুলির থেকে। গুজরাটের কর্পোরেট সংস্থাগুলির তরফ থেকে প্রায় ১৩৪ কোটি টাকা পেয়েছে রাজনৈতিক দলগুলি।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...