Thursday, January 1, 2026

দ্বিতীয়বার বাবা হচ্ছেন বিরাট! হর্ষ গোয়েঙ্কার টুইট ঘিরে জল্পনা

Date:

Share post:

বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে দ্বিতীয় সন্তান আসতে চলেছে বিরাট কোহলি-অনুষ্কা শর্মার। জল্পনা দ্বিতীয়বার বাবা হতে চলেছেন বিরাট। যার কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে। বেশ কয়েকদিন আগে এবি ডিভিলিয়ার্স দাবি করেছিলেন বিরাট কোহলি দ্বিতীয় বার বাবা হতে চলেছেন। শোনা যাচ্ছে স্ত্রী অনুষ্কার সঙ্গে লন্ডনে আছেন বিরাট। সেই কারণেই ভারতের হয়ে টেস্ট খেলছেন না তিনি। যদিও পরে ডিভিলিয়ার্স তা অস্বীকার করেছিলেন। আর এবার বিরাটের দ্বিতীয়বার বাবা হওয়া নিয়ে জল্পনা উস্কে দিলেন হর্ষ গোয়েঙ্কা। সোশ্যাল মিডিয়ায় দিলেন সেরকমই এক ইঙ্গিত।

শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা সম্প্রতি লিখেছেন, “নতুন সন্তান আসছে আর কিছু দিনের মধ্যেই। আশা করি, ভারতের ক্রিকেট তারকা বাবার মতোই সেই শিশুও দেশকে উচ্চতায় নিয়ে যাবে। নাকি তার মাকে অনুসরণ করে সিনেদুনিয়ার তারকা হবে?” যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি। ক্রিকেটার বিরাট এবং তাঁর স্ত্রী অনুষ্কা অভিনেত্রী। শিল্পপতি হর্ষ যে তাঁদের কথাই বলছেন তা বোঝাই যাচ্ছে। আর এরপরই বিরুষ্কার অনুরাগীদের কৌতূহল আরও বেড়ে গিয়েছে। বিগত তিন মাস ধরেই অনুষ্কার দ্বিতীয়বার মা হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এপ্রসঙ্গে বিরাট বা অনুষ্কা কেউই মুখ খোলেননি এখনও পর্যন্ত।

যদিও কিছুদিন আগে বিরাটের বন্ধু ডিভিলিয়ার্স বলেছিলেন, “আমি বিরাটের সঙ্গে কথা বলছিলাম। তখনই জানতে পারি। অনুষ্কা দ্বিতীয় বার মা হতে চলেছে। তাই এই সময় ওর পাশে থাকা বিরাটের কর্তব্য। ক্রিকেটার হলেও পরিবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সবাই সেটাই করে। বিরাটও করছে। এর জন্য ওর ক্রিকেটের প্রতি ভালবাসা নিয়ে প্রশ্ন করার কোনও মানে নেই।” যদিও তার কয়েক দিন পরেই নিজের দাবি অস্বীকার করেন ডিভিলিয়ার্স। তখন তিনি বলেন, “আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। ভুল তথ্য ছড়িয়ে দিয়েছিলাম। বিরাটের পরিবারের ভাল হোক। কেউ জানে না কী হচ্ছে। আমি শুধু ওদের শুভেচ্ছা জানাতে চাই। যে কারণেই বিরাট বিশ্রাম নিয়ে থাকুক, আশা করি ও আরও শক্তিশালী হয়ে ক্রিকেটে ফিরবে। আরও তরতাজা থাকবে।”

আরও পড়ুন- টেস্টে ডাবল সেঞ্চুরি, নজির গড়লেন অজি মহিলা ক্রিকেটার

spot_img

Related articles

সাংবাদিক নিগ্রহের ভিডিও মুছল NDTV! মিডিয়ায় পুঁজিবাদী আগ্রাসন নিয়ে তীব্র কটাক্ষ অভিষেকের

দেশের সবথেকে পরিছন্ন শহরের তকমা পাওয়া ইন্দোরেই নোংরা পানীয় জল খেয়ে মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে অশ্রাব্য...

অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে লাগাম টানতে উদ্যোগ! নয়া ‘অ্যাকশন প্ল্যান’ চালুর পথে রাজ্য

নতুন বছরের শুরুতেই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রুখতে রাজ্যস্তরে ‘স্টেট অ্যান্টিবায়োটিক অ্যাকশন প্ল্যান’ চালুর পথে হাঁটছে রাজ্য সরকার। আগামী...

BSL: ঘরের মাঠে হার সুন্দরবনের, দুরন্ত জয় মেদিনীপুরের

জমজমাট শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। নতুন বছরের প্রথম দিনে ঘরের মাঠে হারের মুখ দেখল সুন্দরবন...

পাটশিল্পের সমস্যা মেটানোর দাবি জানিয়ে গিরিরাজকে কড়া চিঠি ঋতব্রতর

পাটশিল্পের দায়িত্ব আংশিকভাবে কেন্দ্রের। তারপরেও বঙ্গ সফরে এসে পাটশিল্পের খারাপ অবস্থা নিয়ে কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার...