জীবনানন্দ দাশের জন্মদিবসে এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

আবহমান বাংলার চিত্ররূপ যদি সাহিত্যের আঙিনায় কেউ যথার্থভাবে তুলে ধরতে পারেন তাহলে তিনি এক এবং অদ্বিতীয় জীবনানন্দ দাশ।

আধুনিক বাংলা কবিদের মধ্যে সর্বাগ্রগণ্য জীবনানন্দ দাশ(Jibanananda Das)। জীবনবোধকে অনুপ্রাণিত করে বেঁচে থাকার আনন্দকে পরিপূর্ণ করে তাঁর সাহিত্য। তিনি সত্যিই জীবনের আনন্দ। কবির ১২৫ তম জন্মবার্ষিকীতে (Jibanananda Das Birth Anniversary) শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আবহমান বাংলার চিত্ররূপ যদি সাহিত্যের আঙিনায় কেউ যথার্থভাবে তুলে ধরতে পারেন তাহলে তিনি এক এবং অদ্বিতীয় জীবনানন্দ দাশ। সহজ ভঙ্গিমায় কবিতাকে তিনি মুক্ত আঙ্গিকে উত্তীর্ণ করে গদ্যের স্পন্দনযুক্ত করেন। তাঁর কবিতার বিষন্ন সুরেও উজ্জ্বল হয়ে ওঠে ধূসর রং। কিন্তু তা সত্বেও অমৌলিকভাবে আজও তা জীবনকে আন্দোলিত করে। কবি জীবনানন্দ দাশের জন্ম দিবসে এক্স হ্যান্ডেলে তাঁরই কবিতার লাইন, ‘আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে – এই বাংলায়’ উদ্ধৃত করে সাহিত্যিককে সশ্রদ্ধ প্রণাম এবং শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

Previous articleদ্বিতীয়বার বাবা হচ্ছেন বিরাট! হর্ষ গোয়েঙ্কার টুইট ঘিরে জল্পনা
Next articleরেশন বন্টন মামলায় প্রথমবার জামিনের আবেদন জ্যোতিপ্রিয় মল্লিকের