Wednesday, November 5, 2025

সন্দেশখালিতে মানুষের ক্ষতির বিনিময়ে সস্তার রাজনীতি করা হচ্ছে, বিজেপিকে তোপ কুণালের

Date:

Share post:

পুলিশ শান্ত ও তৎপরতার সঙ্গে সন্দেশখালির পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই পরিস্থিতিতে বিজেপির সন্দেশখালি যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, সন্দেশখালিতে মানুষের ক্ষতির বিনিময়ে সস্তার রাজনীতি করে নিজেদের জমি শক্ত করতে চাইছে বিজেপি।কুণাল ঘোষের দাবি, পুলিশের চেষ্টায় শান্তি ফিরতে শুরু করেছে এলাকায়। বিজেপি চায় না এলাকায় শান্তি প্রতিষ্ঠা হোক। গণ্ডগোলও তাঁরাই বাঁধিয়ে রাখতে চান বলে অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে স্মরণ করিয়ে দেন বিজেপি শাসিত রাজ্যে মানুষের ওপর অত্যাচারের ঘটনায় মানুষের পাশে দাঁড়াতে তৃণমূলের প্রতিনিধিদল গেলে তাঁদের বিমানবন্দর থেকে মেরে তাড়িয়ে দেওয়া হয়।

কুণাল এদিন বলেন, সন্দেশখালি তো তৃণমূলের প্রতিনিধিরা নিয়ম মেনেই যাবেন এবং আইন মেনে মানুষের সঙ্গে কথা বলবেন। বিরোধীরা দিশাহারা হয়ে নানান কথা বলছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, যে বিকৃত অভিযোগ করা হচ্ছে তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। বিরোধীরা মিথ্যা অভিযোগ সাজিয়ে সেগুলো নিয়ে রাজনীতি করছে।
একের পর এক নেতিবাচক অভিযোগ তোলা হচ্ছে। প্রথমে বলা হলো জমি বিবাদ। তারপরে জমি দখল, লাগাতর নারী নির্যাতন, শিশুকে তুলে এনে ফেলে দেওয়া, এগুলো শুধুই অপপ্রচার।কুণাল স্পষ্ট বলেন, কোনও নির্দিষ্ট অভিযোগই নেই। বরং সেখানকার মানুষ বলছেন আমাদের সম্পর্কে এই ধরনের অভিযোগ ছড়ালে আমাদের অপমান হচ্ছে।

তিনি বলেন, অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে নয়। প্রশাসন, সরকার ব্যবস্থা নিচ্ছে। এই শান্তি ফিরে আসাটা বিরোধীরা মেনে নিতে পারছে না। তারা উস্কানি দিতে যাচ্ছে ,গন্ডগোল পাকাতে যাচ্ছে। সেই কারণেই তাদের আটকানো হচ্ছে।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...