Monday, November 10, 2025

অভিনয় ছেড়ে পুলিশের ভূমিকায়! যোগীরাজ্যে কনস্টেবল নিয়োগের পরীক্ষা দিচ্ছেন সানি লিওনি

Date:

Share post:

অভিনয় জগত কী একেবারেই ছেড়ে দিচ্ছেন? নাকি অন্য কোনও পরিকল্পনা? বলিউড অভিনেত্রী সানি লিওনির (Sunny Leone) নয়া পদক্ষেপ নিয়ে শুরু জোর চর্চা। সে লোকমুখেই হোক বা সোশ্যাল মিডিয়া (Social Media) সব জায়গাতেই বর্তমানে সানির সেই খবর ভাইরাল। শোনা যাচ্ছে, এবার যোগীরাজ্য (Yogi State) উত্তর প্রদেশের (Uttar Pradesh) পুলিশ কনস্টেবল (Police Constable) হওয়ার জন্য নাকি পরীক্ষা নাকি দিচ্ছেন অভিনেত্রী (Actress)! পরীক্ষার অ্যাডমিট কার্ড (Admit Card) তো সেকথাই বলছে। শনিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ছবি। তাতে দেখা যাচ্ছে উত্তর প্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডে ছাপানো হয়েছে সানি লিওনির ছবি। উত্তর প্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রোমোশন বোর্ডের ওয়েবসাইটে কনস্টেবল পদের জন্য রেজিস্ট্রেশনেই সানি লিওনির ছবি দেখা গিয়েছে। বিষয়টি সামনে আসতেই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ তদন্তে নেমে জানায় অ্যাডমিড কার্ড নকল। আর পুলিশের কনস্টেবলের মতো এত গুরুত্বপূর্ণ পদে কীভাবে এমন জালিয়াতি হতে পারে তা নিয়ে সব মহল থেকে উঠতে শুরু করেছে প্রশ্ন। পাশাপাশি যোগী সরকারের উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই।

সূত্রের খবর, শনিবার ১৭ ফেব্রুয়ারি উত্তর প্রদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা ছিল। সেখানেই দেখা যায়, অ্যাডমিট কার্ডে সানি লিওনির ছবি। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই অ্যাডমিট কার্ড যার নামে, সেই পরীক্ষার্থী পরীক্ষাই দিতে আসেননি। যাচাই করে দেখা গিয়েছে অ্যাডমিট কার্ডটি একেবারেই নকল। পাশাপাশি রেজিস্ট্রেশনের জন্য যে মোবাইল নম্বরটি দেওয়া হয়েছিল, তা উত্তর প্রদেশের হলেও, ঠিকানা রয়েছে মুম্বইয়ের। পুলিশ আরও জানায়,  রেজিস্ট্রেশনের সময়ই অভিনেত্রীর ছবি ইচ্ছে করেই আপলোড করা হয়েছিল। যার নামে রেজিস্ট্রেশন হয়েছিল অ্যাডমিট কার্ডটি ইতিমধ্যে তাঁকে তলব করেছে কনৌজ থানার পুলিশের সাইবার সেল। এদিকে উত্তর প্রদেশের এই কনস্টেবল নিয়োগ পরীক্ষায় শনিবারই কমপক্ষে ১২০ জন ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...