Friday, November 14, 2025

রেজিস্ট্রির পরে প্রকাশ্যে বিয়ের কার্ড, কবে কোথায় কাঞ্চন-শ্রীময়ীর প্রীতিভোজ?

Date:

Share post:

সুমন করাতি: অনেক বাধা কাটিয়ে যখন ভীষণ অভিপ্রেত কিছু পাওয়া যায় তখন তার আনন্দই আলাদা হয়। তারই একটা ঝলক দেখা গিয়েছিল ১৪ ফেব্রুয়ারি। একেবারে প্রেমদিবসকে সাক্ষী রেখে নতুন জীবনে পথ চলা শুরু করেছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। সেদিন একটা ঝলক দেখা গিয়েছিল নতুন জীবন শুরু করার সাজ কেমন হতে পারে। ছোট্ট, পারিবারিক, অথচ জৌলুসে ভরা। আর তাঁদের বিয়ের আয়োজন যে তাক লাগানো হবেই, তা বলাই বাহুল্য। বিয়ের নিমন্ত্রণপত্রেই পাওয়া গেল তার খানিকটা ঝলক।

রাজকীয় বলতে ভারতীয় সংস্কৃতিতে রাজপুতদের ঘরানা যেন দেশের সিগনেচার মার্ক। আজও রাজপুত রাজপ্রাসাদ বা দুর্গ ডেস্টিনেশন ওয়েডিংয়ের সবথেকে প্রিয় পছন্দ। তেমনই এক এক রাজ দরবারে অতিথিদের স্বাগত জানাচ্ছেন পাত্র-পাত্রী। প্রাসাদ ভরা নর-নারীর উচ্ছ্বাস আর মঙ্গলধ্বনির মধ্যে মালাবদল তাঁদের। এরপর রাজপুত ঘরানায় শোভাযাত্রা করে হাতির পিঠে বিদায় নব বিবাহিতা দম্পতির। এভাবেই সাজানো হয়েছে তাঁদের বিয়ের আমন্ত্রণপত্র।

শহরের নামী ব্যাঙ্কোয়েতে ৬ মার্চ নিজেদের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অতিথিদের এভাবেই আমন্ত্রণ জানাচ্ছেন কাঞ্চন-শ্রীময়ী। বিবাহ বিচ্ছেদের দীর্ঘ লড়াই মেটার পর মানসিক স্বস্তিতে নতুন জীবনে শুরুর উত্তেজনা যে বিধায়ক অভিনেতা কাঞ্চনের কতটা তা বিয়ের আয়োজন থেকেই অনেকটা বোঝা সম্ভব। অভিনেত্রী শ্রীময়ীর হাত ধরতে কোনও আয়োজনের ত্রুটি রাখতে চান না তিনি, তা বিয়ের জমকালো আমন্ত্রণ পত্রে অনেকটাই প্রমাণ মিলেছে। রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন হতেই বিয়ের কার্ড পৌঁছে গিয়েছে অভিনেতার ঘরে। এবার শুরু বিতরণে পালা।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...