Sunday, January 11, 2026

ভয় নেই, আপনাদের পাশে আছি: আধার কার্ড বাতিল নিয়ে নমঃশূদ্র সমাজকে আশ্বাস মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“কোনোরকম ভয় বা চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের সরকার সবসময় আপনাদের পাশে আছে।“ নমঃশূদ্র সমাজকে চিঠি লিখে আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বেশ কিছুদিন ধরেই আধার কার্ড (Aadhar Card) বাতিল হচ্ছে এরাজ্যে। এই পরিস্থিতিতে বাংলা মানুষের পাশে দাঁড়িয়েছেন মমতা। রাজ্য সরকার  বিকল্প কার্ড দেবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সোমবার, নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, এই ঘটনায় আতঙ্কিত হয় তাঁকে নমঃশূদ্র সমাজের পক্ষ থেকে তাঁকে চিঠি পাঠানো হয়েছে। তাঁর জবাব দেন মমতা। মঙ্গলবার, সেই চিঠি প্রকাশ্যে এসেছে।

চিঠিতে তিনি লিখেছেন,
“প্রিয় মুকুলবাবু,
রাজ্যের তপশীলী সম্প্রদায়ভুক্ত মানুষদের আধার কার্ড বন্ধ করে দেওয়া সংক্রান্ত বিভিন্ন অভিযোগ আমি পেয়েছি।
আমি আপনার মাধ্যমে রাজ্যের এমন সকল মানুষ যাঁরা এই কার্ড বন্ধের কেন্দ্রীয় সরকারী বার্তা পেয়েছেন তাঁদের জানাতে চাই, এই নিয়ে কোনোরকম ভয় বা চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের সরকার সবসময় আপনাদের পাশে আছে। সরকারী যেসব সুযোগসুবিধা আপনারা পান, এই কারণে তা কখনো বন্ধ করতে দেওয়া হবে না।।
আমরা ইতিমধ্যেই ‘রাজ্যের আধার কার্ড সমস্যা পোর্টাল’ চালু করার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল থেকে সেটা চালু হয়ে যাবে। এই পোর্টালে যাঁরা যাঁরা এই চিঠি পেয়েছেন তাঁরা তাঁদের এই সংক্রান্ত তথ্য জানাতে পারবেন।
শেষে, আমি আর একবার সকলকে নিশ্চিন্ত করে বলছি, আধার কার্ড বাতিল সংক্রান্ত কোনো চিঠি পেয়ে থাকলে বিচলিত হবেন না। মনে রাখবেন, আমি সবসময় আপনাদের সঙ্গে আছি। আমি থাকতে আপনাদের কোনোরকম সমস্যা আমি হতে দেবোনা। সংশ্লিষ্ট সকলকে একথা জানাবেন।“
মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই আধার সংক্রান্ত অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম হিসেবে একটি সরকারি পোর্টাল খোলা হয়েছে। আধার বাতিলের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী। মমতার অভিযোগ, বেশিরভাগই সংখ্যালঘু, মতুয়া, তফসিলি জাতি–উপজাতির নাগরিকদের আধার কার্ড বাতিল হয়েছে। মোদিকে লেখা চিঠিতে মমতা লেখেন, “কারণ উল্লেখ না করেই আধার কার্ড বাতিল কি শুধুমাত্র বৈধ নাগরিকদের সুবিধা থেকে বঞ্চিত করার জন্য, নাকি আসন্ন লোকসভা নির্বাচনের ঠিক আগে জনগণের মধ্যে আতঙ্কের পরিস্থিতি তৈরি করার জন্য?
রাজ্যের তফসিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি এবং সমাজের দরিদ্র মানুষের স্বার্থে আঘাত দিয়ে আধার কার্ড নিষ্ক্রিয় করার এই পদক্ষেপ দেখে আমি সত্যিই হতবাক।
আমি আপনার জ্ঞাতার্থে এই তথ্য জানালাম।“

এদিন নমঃশূদ্র সমাজকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তাঁদের পাশে থাকার বার্তা দেন। জানান, আধার কার্ড বাতিল সংক্রান্ত কোনো চিঠি পেয়ে থাকলে তাঁরা যেন বিচলিত না হন। মুখ্যমন্ত্রী সবসময় পাশে আছেন বলে আশ্বাস দেন। লেখেন, “আমি থাকতে আপনাদের কোনোরকম সমস্যা আমি হতে দেবোনা। সংশ্লিষ্ট সকলকে একথা জানাবেন।“

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...