Monday, August 25, 2025

টেস্ট ক্রিকেটে জোড়া নজিরের সামনে যশস্বী, ভাঙতে পারেন গাভাসকরের ৫৪ বছরের রেকর্ড!

Date:

Share post:

ফের রেকর্ডের সামনে দাঁড়িয়ে যশস্বী জয়সওয়াল। টেস্ট ক্রিকেটে জোড়া নজিরের সামনে যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি ভেঙে দিতে পারেন সুনীল গাভাসকরের ৫৪ বছরের পুরনো একটি রেকর্ড। ছুঁয়ে ফেলতে পারেন বিনোদ কাম্বলির নজিরও।দ্বিপাক্ষিক সিরিজে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি রান করার নজির রয়েছে গাভাসকরের। ১৯৭০-৭১ মরসুমে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে তিনি করেছিলেন ৭৭৪ রান। যা কোনও ভারতীয় ক্রিকেটারের করা দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ রান। দ্বিপাক্ষিক সিরিজে ৭০০ রানের মাইলফলক গাভাসকর স্পর্শ করেছিলেন আরও এক বার। ১৯৭৮-৭৯ মরসুমে ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই করেছিলেন ৭৩২ রান। এ ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটার দ্বিপাক্ষিক সিরিজে ৭০০ রান করতে পারেননি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ৬৯২ রান।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টে যশস্বীর সংগ্রহ ৫৪৫ রান। বাকি দু’টি টেস্টে আর ২৩০ রান করতে পারলেই ভেঙে দেবেন গাভাসকরের ৫৪ বছরের পুরনো রেকর্ড। ভারতের দ্বিতীয় ব্যাটার হিসাবে দ্বিপাক্ষিক সিরিজে ৭০০ রানের মাইলফলক স্পর্শ করতে তরুণ ওপেনিং ব্যাটারের চাই আর ১৫৫ রান।এ ছাড়া রাঁচীতে আরও একটি নজির গড়তে পারেন যশস্বী। কাম্বলি ১৪টি ইনিংসে ১০০০ টেস্ট রান করেছিলেন। যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে যশস্বী ১৩৯ রান করতে পারলে কাম্বলির নজিরও ছুঁয়ে ফেলবেন। এখন দেখার যশস্বী এই দুই নজির ছুঁতে পারেন কিনা। তবে যে ফর্মে আছেন এই ব্যাটার, তাতে এই নজির গড়া মোটেই অসম্ভব নয়।

 

spot_img

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...