Wednesday, November 12, 2025

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তৃণমূলের, শাহজাহানকে গার্ড করছে আদালত: স্পষ্ট মত অভিষেকের

Date:

Share post:

তৃণমূল রেয়াত করেনি। আদালতের নির্দেশেই শেখ শাহজাহানকে গ্রেফতারে রাজ্য পুলিশের হাত-পা বাঁধা। রবিবার, মহেশতলায় প্রকল্পের উদ্বোধনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, “শাহজাহানকে কেউ যদি গার্ড করে থাকে তাহলে তা আদালত। হাই কোর্ট হাত-পা বেঁধে দিলে পুলিশ কী করবে?”

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে তৃণমূল। অভিযোগ পাওয়ার পরেই উত্তম সর্দারকে সাসপেন্ড করা হয়েছে। তিনি গ্রেফতার হয়েছেন। শিবু হাজারও ধৃত। তাঁকেও পদ থেকে সরানো হয়েছে। এমনকী, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগে ব্যবস্থা নিয়েছে দল। জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিত্ব থেকে সরানো হয়েছে। কিন্তু সন্দেশখালির শেখ শাজাহানকে গ্রেফতারের ক্ষেত্রে রাজ্য পুলিশের সীমা আদালতই বেঁধে দিয়েছে। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, মানুষের সঙ্গে অন্যায় করলে তৃণমূল ও রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা করবে। তাঁর কথায়, “সারদাকর্তা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেফতার করে এনেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও দল ব্যবস্থা নিয়েছে। তা হলে শাহজাহানকে গ্রেফতার না করার কী আছে?” কিন্তু শাহজাহানের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে আদালতের নির্দেশ।

স্থানীয় পুলিশ প্রশাসনকে না জানিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালিতে তার বাড়িতে যায় ED। স্থানীয় মানুষের রোষের শিকার হন তাঁরা। তার পর থেকেই নিখোঁজ শাজাহান বারবার আড়ালে থেকে আদালতে আগাম জামিনের আবেদন জানালেও সামনে আসেননি তিনি। যদিও রাজ্য পুলিশের ডিজি প্রশ্ন তোলেন, ইডি কেন গ্রেফতার করছে না শাহজাহানকে? ইডির সওয়ালেই আদালত রাজ্য পুলিশের এফআইআরে স্থগিতাদেশ জারি করেছে। ফলে শাহজাহানকে ধরতে পারছে না রাজ্য পুলিশ। সেই প্রসঙ্গ উল্লেখ করে অভিষেক বলেন, আদালতের কারণেই শাহজাহানকে ধরা যাচ্ছে না।

একই সঙ্গে অভিষেকের (Abhishek Banerjee) অভিযোগ, বিরোধীরা সন্দেশখালি গিয়ে উস্কানি দিচ্ছে। পরিস্থিতি শান্ত হলে, তবেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেখানে যাবেন। অযথা রাজনীতি করতে যাওয়া প্রয়োজন নেই শাসকদলের। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রশ্ন তোলেন, মহিলাদের উপর অত্যাচারের কথা কেন আগে চিঠি লিখে পুলিশ-প্রশাসনকে জানাননি প্রাক্তন বাম বিধায়ক বা বিজেপি নেতা!



spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...