Friday, December 5, 2025

আধার বাতিল ইস্যুতে নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধিদল

Date:

Share post:

লোকসভা ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে আধার কার্ড বাতিল নিয়ে নাজেহাল সাধারণ মানুষ। এবার সেই ইস্যুতে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে তৃণমূলের সংসদীয় প্রতিনিধিদল। সোমবার দুপুরে পাঁচ সদস্যের প্রতিনিধিদল সাধারণ মানুষের বিভ্রান্তি ও হয়রানি নিয়ে বিস্তারিত তথ্য দেবে নির্বাচন কমিশনের কাছে। সেই সঙ্গে দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানানো হবে। সোমবার এই প্রতিনিধি দলে থাকছেন রাজ্যসভার মুখ্য সচেতক সাংসদ শুখেন্দু শেখর রায়, লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল, সাংসদ সাজদা আহমেদ, রাজ্যসভার সাংসদ দোলা সেন, সাংসদ সাকেত গোখলে।

লোকসভা ভোটের আগে আধার কার্ডের লিঙ্ক বাতিল করে দেওয়ার ইস্যুতে নাজেহাল বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ। রাজ্য সরকারের তরফ থেকে আলাদা পোর্টাল খুলে যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাঁদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে একদিকে সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে যাতে বঞ্চিত না হন তার দিকটি যেমন দেখা হচ্ছে, তেমনই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য থাকছে আধার কার্ড বাতিল সংক্রান্ত। এবার সেই তথ্য নিয়েই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল।

পাশাপাশি আবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিও জানানো হবে। নির্বাচন প্রক্রিয়া যাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারা কোনওভাবে প্রভাবিত না হয়, সেই বিষয়টি নিয়েও দাবি জানানো হবে। নির্বাচনের একাধিক দাবি ছাড়াও জাতীয় নির্বাচন কমিশনের সামনে চোপড়ায় বিএসএফ-এর খোড়া নিকাশি নালায় পড়ে শিশুমৃত্যুর ঘটনাও তুলে ধরা হবে বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে।

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...