Thursday, August 21, 2025

বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে ‘রিসার্চ’ শব্দ ব্যবহারে নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

গবেষণার নামে অনুদানের টাকা নয়ছয় রুখতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দফতর। বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের নামের মধ্যে রিসার্চ শব্দটি থাকলে, দেখাতে হবে গবেষণার প্রমাণ। নথি দেখাতে না পারলে, লাইসেন্স পুনর্নবীকরণ হবে না বলে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। সেই নির্দেশিকা অনুযায়ী, প্রতিষ্ঠান কি সক্রিয় গবেষণার সঙ্গে যুক্ত, হাসপাতালে গবেষণার জন্য যোগ্য লোক কি না, এই সব প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের নামের মধ্যে রিসার্চ শব্দটি থাকলে, দেখাতে হবে গবেষণার প্রমাণ। ক্লিনিক‍্যাল এস্টাব্লিশমেন্ট রুলের ৪-এর ২সি ধারাকে উদ্ধৃত করে রাজ্যের সব বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলির জন্য নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। এই ধারায় বলা আছে, লাইসেন্সিং অথরিটির অনুমতি ছাড়া কোনও বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান তাদের নামে রিসার্চ শব্দটি ব্যবহার করতে পারবে না। রিসার্চ শব্দটি ব্যবহার করতে হলে চিকিৎসা গবেষণা সংক্রান্ত বিস্তারিত নথি জমা দিতে হবে লাইসেন্সিং অথরিটিকে। অন্যথায় তাদের লাইসেন্স পুনর্নবীকরণ করা হবে না।

পাশাপাশি, স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, গবেষণার জন্য আইসিএমআর বা কোনও সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান অনুদান মিলেছে কিনা, মিললে গবেষণা শেষের পর অনুদান ব্যবহারের শংসাপত্র জমা দেওয়া হয়েছে কিনা, সেই সংক্রান্ত নথিও পেশ করতে হবে। জানা গিয়েছে, এই মুহূর্তে শুধুমাত্র কলকাতা এবং সংলগ্ন এলাকায় কুড়িটিরও বেশি এইরকম বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান আছে, যাদের নামের সঙ্গে রিসার্চ শব্দটি যুক্ত আছে।

স্বাস্থ্য ভবনের নির্দেশিকায় বলা হয়েছে, কোনও বেসরকারি চিকিৎসা সংস্থাকে রিসার্চ ইন্সটিটিউট তকমা পেতে এবং সেই তকমা ধরে রাখতে হলে এই শর্তগুলি মানতে হবে।
প্রতিষ্ঠানকে সক্রিয় গবেষণার সঙ্গে যুক্ত থাকতে হবে। হাসপাতালের নিজস্ব বৈধ এথিক্স কমিটি থাকতে হবে। হাসপাতালে যোগ্য লোক থাকতে হবে গবেষণার জন্য।থাকতে হবে হাসপাতালের আলাদা গবেষণা বিভাগ। গবেষণা সংক্রান্ত তথ্য কোন জার্নালে প্রকাশিত হয়েছে, জমা দিতে হবে তার নথি।গবেষণার বিষয়ের ওপর intellectual property right চেয়ে হাসপাতাল যে আবেদন করেছে তার নথি লাগবে।গবেষণার বিষয়বস্তুর ওপরে পেটেন্ট পাওয়া গিয়েছে কিনা, বা পেটেন্টের জন্য আবেদন করা হয়েছে কিনা- লাগবে সেই নথিও। লাগবে, প্রতিষ্ঠানে PHDএবং Mphil পড়ানো হয় কিনা সেই সংক্রান্ত অনুমোদনের নথি। প্রতিষ্ঠান কোনও গবেষণা সংস্থার সঙ্গে যুক্ত কিনা তাও জানাতে হবে। এই শর্তগুলি না মানলে লাইসেন্স পুনর্নবীকরণ করা হবে না।

 

 

spot_img

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...