Friday, November 14, 2025

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্র.য়াত গজলশিল্পী পঙ্কজ উদাস, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সঙ্গীত জগতে আরও এক নক্ষত্র পতন। প্রয়াত গজলশিল্পী পঙ্কজ উদাস। দীর্ঘ রোগ ভোগের পর সোমবার তাঁর মৃত্যু সংবাদ জানানো হয় তাঁর পরিবারের পক্ষ থেকে। ৪০ বছরেরও বেশি সময় বলিউড মাতিয়েছেন পঙ্কজ। সোমবার সকাল ১১টায় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যামে তিনি লিখেছেন প্রবীন সঙ্গীতশিল্পী পঙ্কজ উধাসের প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত। তিনি ছিলেন আমাদের সময়ের ভারতীয় গজলের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল ভারতীয় সঙ্গীত জগতের।

সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় শিল্পীর টিমের তরফে। সেখানে জানানো হয়, পঙ্কজ স্যার দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং গত কয়েকদিন একেবারেই সুস্থ ছিলেন না। আজ সকাল ১১টা নাগাদ ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পদ্মশ্রী পঙ্কজ উধাসের জন্ম ১৯৫১ সালের ১৭ মে গুজরাতের জেতপুরে। ১৯৮০ সালে প্রকাশিত হয় তাঁর নয়া গজল অ্যালবাম। ‘আহাট’ নামে অ্যালবাম প্রকাশ করে তিনি তাঁর সংগীতজীবন শুরু করেন। বলিউডে সঞ্জয় দত্তের ‘নাম’ ছবির জন্য বিখ্যাত ‘চিঠি আয়ি হ্যায়’ গানটি গেয়ে তিনি পৌঁছে যান জনপ্রিয়তা শীর্ষে। ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’-এর মতো একাধিক সৃষ্টি রয়েছে তাঁর ঝুলিতে।

৭২ বছর বয়সী এই শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দেশের আরেক শিল্পী সোনু নিগম। ‘শৈশবের অন্যতম অংশ’ শিল্পীর প্রয়াণে নিজের শোক প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন- অলৌকিক কাণ্ড! ঘুম ভেঙে জেগেই কাজ শুরু জাপানের চন্দ্রযান স্লিমের 

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...