Monday, May 5, 2025

নজিরবিহীন! ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, রুপরেখা ঠিক করতে বুধবার বৈঠকে কমিশন

Date:

Share post:

নজিরবিহীন ভাবে এবার লোকসভা ভোট ঘোষণার আগেই রাজ্যে মোতায়েন হতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। আগামী মাসের প্রথম সপ্তাহেই দুদফায় মোট দেড়শ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবার বাহিনী মোতায়েনের রূপরেখা স্থির করতে বুধবারই বৈঠকে বসতে চলেছেন কমিশনের রাজ্যের কর্তারা। ওই দেড়শ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়ন করা হবে তা আলোচিত হবে ওই বৈঠকে। কমিশন সূত্রে খবর বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার, এবং সি আর পি এফ এর আইজি বি কে শর্মা।

লোকসভা নির্বাচন প্রায় দরজায় কড়া নাড়ছে। ৩ মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে ১ মার্চ রাজ্যে আসছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৭ই মার্চ ৫০ বাহিনী আসবে রাজ্যে। তবে এই বাহিনী কোন কোন জায়গায় মোতায়েন হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত হবে বুধবারের বৈঠকে। কমিশন সূত্রে খবর, এই বৈঠকে উপস্থিত থাকবেন আইজি সিআরপিএফ বি কে শর্মা, স্টেট ফোর্স কো অর্ডিনেটর রাজেশ শর্মাও।
কমিশন সূত্রে খবর, বিগত কয়েকদিনের ঘটনা প্রবাহতে নজরে রেখে সন্দেশখালি, বসিরহাটে প্রথমে বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন। একইসঙ্গে ঠিক করা হবে রুট মার্চের পরিকল্পনাও। প্রসঙ্গত, কয়েকদিন আগেই কমিশনের তরফে একটি নির্দেশ পাঠিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে বলা হয়েছিল রাজ্যে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারির সংখ্যা শুন্য করতে হবে। এদিকে, কমিশন সূত্রে খবর, বর্তমানে গোটা রাজ্যে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারির মামলার সংখ্যা ৫১ হাজার। ইতিমধ্যে মামলা মিটেছে প্রায় ৩০ হাজারের কাছাকাছি।

উল্লেখ্য, এরই পাশাপাশি বুধবার ভোট প্রস্তুতি নিয়ে চার জেলার কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। বৈঠকে থাকবে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা , দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিক সহ প্রশাসনিক আধিকারিকরা। কমিশন সূত্রে খবর, বিশেষ করে উত্তর ২৪ পরগনা জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে কমিশন। তাই ওই জেলার উপরে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সেই কারণেই নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। সন্দেশখালির ঘটনা নিয়েও চিন্তায় রয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বুধবার সমস্ত এজেন্সির নোডাল অফিসারদের নিয়ে বৈঠক করবেন আরিজ আফতাব। নির্বাচন কমিশন সূত্রের খবর, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে মোট ২২টি বিভিন্ন এজেন্সিকে নিয়ে বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

আরও পড়ুন- রঞ্জিতে রেকর্ড, ১০ ও ১১ নম্বরে ব্যাট করতে নেমে শতরান মুম্বইয়ের এই দুই ব্যাটারের

 

spot_img

Related articles

বিজেপির হিন্দুত্বের মুখোশ খুলে গেছে : জয়প্রকাশ

দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি। অহেতুক কুৎসা রটনা যেন সহজাত হয়ে দাঁড়িয়েছে পদ্ম শিবিরের।...

বিজেপিশাসিত রাজ্যে বাংলায় কথা বলে আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা! কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ডবল ইঞ্জিনের রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি(BJP) শাসিত রাজ্যগুলির...

দেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন- মুর্শিদাবাদ পৌঁছে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

পাকিস্তানকে জলবন্ধের প্রথম হুঁশিয়ারি! সাময়িক বন্ধ চেনাবের জল

সিন্ধু জলচুক্তি ভারত একপাক্ষিকভাবে বাতিল করলে জল পাবে না পাকিস্তান। পহেলগাম হামলা পরবর্তীতে সেরকমই হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রের মোদি...