Saturday, December 6, 2025

আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে যশস্বী পৌঁছলেন ১২ নম্বরে

Date:

Share post:

কেরিয়ারের সেরা টেস্ট ব়্যাঙ্কিংয়ে পৌঁছলেন ভারতীয় তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল । দেশের মাটিতে চলতি ৫ ম্যাচের টেস্ট সিরিজের চারটিতেই খেলেছেন ভারতীয় ব্যাটার। তাঁর ঝুলিতে এই সিরিজে এখনও অবধি এসেছে ৬৫৫ রান। সদ্য আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। তাতে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ছাপিয়ে গিয়েছেন যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে আরও একটা সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরি করলে পরবর্তী টেস্ট ব়্যাঙ্কিং প্রকাশ হওয়ার দিন যশস্বীর নাম তালিকার প্রথম ১০ এর মধ্যেও দেখা যেতে পারে।

আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে প্রথম ১০এ থাকা এক মাত্র ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। তিনি ইংল্যান্ড সিরিজের প্রথম ৪ ম্যাচে খেলেননি। তাতে খেললে আইসিসি ক্রমতালিকায় হয়তো উন্নতি করতে পারতেন। আপাতত তিনি দুই ধাপ নেমে নয়ে পৌঁছে গিয়েছেন। ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল ৩ ধাপ উঠে ১২ নম্বরে পৌঁছেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৭২৭। ৭২০ পয়েন্ট নিয়ে এক ধাপ নেমেছেন রোহিত শর্মা। ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ এক বছরের বেশি সময় মাঠের বাইরে। তিনি আইসিসি টেস্ট ক্রমতালিকার ১৪ নম্বরে রয়েছেন।

যশস্বীর পাশাপাশি ভারতীয় তরুণ ক্রিকেটার শুভমন গিল, ধ্রুব জুরেলরাও আইসিসি ব্যাটারদের টেস্ট ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। ৪ ধাপ উঠে ৬১৬ পয়েন্ট নিয়ে ৩১ নম্বরে পৌঁছেছেন শুভমন। চমকপ্রদ হলেও আইসিসি ক্রমতালিকায় জ্বলজ্বল করছে ধ্রুব জুরেলের নামও। তিনি কেরিয়ারের সেরা টেস্ট ব়্যাঙ্কিংয়ে পৌঁছেছেন। ৩১ ধাপ উঠে এখন ৪৬১ পয়েন্ট নিয়ে ৬৯ নম্বরে রয়েছেন তরুণ উইকেট কিপার ব্যাটার ধ্রুব।

 

 

spot_img

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...