Saturday, November 8, 2025

জল্পনায় সিলমোহর! হাতকে দুষে গেরুয়া শিবিরে কৌস্তভ, সঙ্গে আরও ৩

Date:

Share post:

হাত ছেড়েছেন বুধবার। বৃহস্পতিবারই কংগ্রেসকে দুষে বিজেপিতে যোগ দিলেন আইনজীবী কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)। এদিন, বিজেপি কার্যালয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Abhikari) ও রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে তুলে নেন কৌস্তভ। জল্পনা ছিল দীর্ঘদিন ধরেই। কংগ্রেস শিবিরে কেউই তাঁকে পুছত না বলে খবর। মাথা মুড়িয়ে যতই বিদ্রোহী সাজার চেষ্টা করুন না কেন, প্রদেশ নেতৃত্ব কৌস্তভকে পাত্তা দিতেন না। বুধবারই কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে তিন পাতার চিঠি পাঠিয়ে পদত্যাগের কথা জানান আইনজীবী। এদিন যোগ দিলেন বিজেপিতে।

লোকসভা নির্বাচনে হালে পানি পেতে যখন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে চাইছে কংগ্রেসের জাতীয় নেতৃত্ব, তখন কৌস্তভের মতো দু-একজন বঙ্গ নেতা তৃণমূলকে নিশানা করছেন। এর জেরে দলের সঙ্গে তাঁদের দূরত্ব বাড়ছে। প্রকাশ্যেই বিভিন্ন সময় কংগ্রেসের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতায় সুর চড়াচ্ছিলেন কৌস্তভ। বহুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল বঙ্গ-বিজেপির Blue Eyed Boy হয়ে উঠছেন কংগ্রেস নেতা! তলায় তলায় যোগাযোগ রাখছেন পদ্মশিবিরের সঙ্গে।

বুধবার, আইনজীবী কৌস্তভ কংগ্রেস ছাড়ার পর তাঁর বিজেপিতে যোগদান ছিল সময়ের অপেক্ষা। এদিন শুভেন্দু-সুকান্তদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন কৌস্তভ। তাঁর সঙ্গেই গেরুয়া পতাকা হাতে তুলে নেন আরেক কংগ্রেস নেতা সিদ্ধার্থ মজুমদার, শঙ্কর বন্দ্যোপাধ্যায় ও শিশু রোগ বিশেষজ্ঞ সৌমিত্র দত্ত। এর মধ্যে সিদ্ধার্থ গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থীও হয়েছিলেন।

বিজেপিতে যোগ দিয়েই ছেড়ে আসা দলকে নিশানা করেন কৌস্তভ বাগচী। বলেন, “মানুষের চাহিদা পূরণ না করলে তো রাজনীতি করার কোনও অর্থ নেই। যেখানে প্রদেশ কংগ্রেসের গুরুত্ব নেই। সেখানে সে দলের সঙ্গে থাকার কোনও অর্থ নেই।” তাঁর কথায়, “সন্দেশখালিকাণ্ডে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত প্রতিক্রিয়া দিয়েছেন। অথচ কংগ্রেসের কোনও বক্তব্য পাওয়া যায়নি। দলের মধ্যেও এ নিয়ে অসন্তোষের জায়গা আছে। কেউ বলছে কেউ বলছে না। আমার মনে হয় এখানে থাকাটা নিজের আত্মমর্যাদার সঙ্গে সমঝোতা করা।” তাহলে কি লোকসভা নির্বাচনের প্রার্থী হচ্ছেন কৌস্তভ। সেই কথা অবশ্য মানতে চাননি বঙ্গ বিজেপি নেতৃত্ব অথবা কৌস্তভ কেউই।

আরও পড়ুন- বিক্ষোভ চলাকালীন হিংসা ছড়ানোর অভিযোগ! কৃষকদের ভিসা-পাসপোর্ট বাতিলের হুঁশিয়ারি হরিয়ানা পুলিশের

 

spot_img

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...