Tuesday, August 26, 2025

দলত্যাগী তাপসের অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূল বলছে, “বড় ডিল নয়তো ইডিকে ভয়”

Date:

Share post:

মার্চের এক তারিখ তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সোমবার বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকেও পদত্যাগ করলেন তাপস রায়। দল ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একরাশ ক্ষোভ, হতাশা, অভিমান থেকেই তাঁর পদত্যাগ বলে জানিয়েছেন তাপস। তাঁর অভিযোগ, বাড়িতে ইডি তল্লাশি চালানোর পর দলের কেউ খোঁজ নেয়নি। সন্দেশখালি ও দুর্নীতিও তাঁকে নারা দিয়েছে। তাই তৃণমূল কংগ্রেস তাঁর জন্য নয়।

সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার আগে-পরে তাপস রায় যে মন্তব্য করেছেন, তা কার্যত উড়িয়ে দিল তৃণমূল। পাল্টা শাসকদলের তরফে তাপস রায়কে কাঠগড়ায় তুলে দাবি করা হচ্ছে, “হয় তিনি অন্য কোনও দলের সঙ্গে বড় ডিল করেছেন, তাই এতো আত্মবিশ্বাস। অথবা, তাঁর বাড়িতে ইডির তল্লাশির পর তাপসবাবু ভয় পেয়েছেন। শিরদাঁড়া সোজা রাখতে পারছেন না।”

ঘটনাচক্রে, তাপস যখন সোমবার বিধায়কের পদে ইস্তফা দেওয়ার পরে বিধানসভার গেটে সাংবাদিক বৈঠক করছেন, ঠিক সেই সময়েই পূর্ব মেদিনীপুরের তমলুকে সরকারি সভায় ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাপসের নাম করে কিছু বলেননি। তবে বলেছেন, ‘‘বিজেপি সিবিআই-ইডির ভয় দেখিয়ে তৃণমূলকে ভাঙতে চাইছে!’’

সোমবার তৃণমূল তাপসের উদ্দেশে বলেছে, হয় তিনি অতিরিক্ত আত্মবিশ্বাসী, নয়তো বাংলার মানুষকে বোকা ভাবছেন। দলের এক নেতার কথায়, “আগামিদিনে দিদির ছবি নিয়ে বিজেপির জমিদারির বিরুদ্ধে লড়াই হবে। যে দিদি কোভিড, আমপানের মতো কঠিন সময়ে মানুষের পাশে থেকেছেন।’’

শাসকদলের তরফে আরও বলা হয়েছে, তাপস রায় যে দাবি করেছেন, ইডি হানার পর তাঁর পাশে দলীয় নেতৃত্ব দাঁড়াননি, তাঁর সঙ্গে কোনও কথাও বলেননি, সে দাবি একেবারেই অসত্য। তৃণমূলের বক্তব্য, ইডি তাপসের ফোন বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছিল। দু’দিন পর তাঁর নম্বর সক্রিয় হয়। সেই সময়েই দলীয় নেতৃত্ব তাঁর সঙ্গে একাধিক বার কথা বলেছিলেন। শাসকদলের আরও বক্তব্য, একটা সময় তাপস রায়কে উত্তর কলকাতা সাংগঠনিক সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তখন তিনি এই কথাগুলি বললেন না কেন? লোকসভা ভোটের দিন ঘোষণার ১৫দিন আগেই কেন প্রকাশ্যে দলের বিরুদ্ধে কথা বলে পদত্যাগ করলেন। তাহলে কি অন্য দলের সঙ্গে যোগ রেখেই এমনটা করলেন তাপস রায়?

 

 

 

spot_img

Related articles

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...