Sunday, November 16, 2025

মামলা চলাকালীন বিচারপতির আসনে বসেই বিজেপি-তে যোগাযোগ! অভিজিৎকে মোক্ষম নিশানা অভিষেকের

Date:

Share post:

বিচারপতি থাকাকালীনই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে তুলোধনা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। তাঁর কথায়, বিচারপতির আসনে বসে যে সময় তাঁর এজলাসে মামলার শুনানি হয়েছে, সেই সময় উনি বিজেপির সঙ্গে যোগাযোগে ছিলেন। নিজেই স্বীকার করেছেন প্রাক্তন বিচারপতি। তাহলে বিচার কতটা নিরপেক্ষ! বাকিটা সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম। অভিজিৎকে মোক্ষম নিশানা অভিষেকের।

মঙ্গলবার, বিকেলে ইকো পার্কে ব্রিগেডের জনগর্জন সভায় যোগ দিতে আসা দলীয় কর্মীর থাকার ব্যবস্থা খতিয়ে দেখতে যান স্বয়ং তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সঙ্গে ছিলেন মন্ত্রী সুজিত বসু, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী-সহ তৃণমূল নেতৃত্ব। সেখানেই সাংবাদিকদর প্রশ্নের উত্তরে প্রাক্তন বিচারপতিকে ধুয়ে দেন অভিষেক। বিজেপি যাওয়ার ঘোষণা করেই অভিষেককে নাম না করে নিশানা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, “বিজেপির নেতারা আমার নাম নেয় না। প্রাক্তন বিচারপতিও ভাববাচ্যে কথা বলেছেন, নাম নেননি। মিলটা খুব Interesting।” অর্থাৎ বিজেপিতে যাওয়ার কথা ঘোষণা করেই গেরুয়া ট্রেন্ডে গা ভাসিয়েছেন অভিজিৎ।

একই সঙ্গে অভিষেক জানান, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়ে দলের তরফ থেকে অবস্থান স্পষ্ট করা হয়েছে। তবে, মোক্ষম খোঁচা দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, উনি স্পষ্ট করে সত্যিকথা বলেছেন, এর জন্যে ধন্যবাদ। উনি বলেছেন, “I approach BJP and BJP approached me।“ অর্থাৎ বিচারপতির আসনে বসে যে সময় তাঁর এজলাসে মামলার শুনানি হয়েছে, সেই সময় উনি বিজেপির সঙ্গে যোগাযোগে ছিলেন। বাকিটা সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে দাঁড়াতে চেয়েছেন। এই বিষয়ে অভিষেক বলেন, “গণতান্ত্রিক দেশে যে যেখান থেকে চায় প্রতিদ্বন্দ্বিতা করতে চান করতেই পারেন। এই নিয়ে আমার কিছু বলার নেই।“




spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...