Thursday, August 28, 2025

মামলা চলাকালীন বিচারপতির আসনে বসেই বিজেপি-তে যোগাযোগ! অভিজিৎকে মোক্ষম নিশানা অভিষেকের

Date:

Share post:

বিচারপতি থাকাকালীনই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে তুলোধনা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। তাঁর কথায়, বিচারপতির আসনে বসে যে সময় তাঁর এজলাসে মামলার শুনানি হয়েছে, সেই সময় উনি বিজেপির সঙ্গে যোগাযোগে ছিলেন। নিজেই স্বীকার করেছেন প্রাক্তন বিচারপতি। তাহলে বিচার কতটা নিরপেক্ষ! বাকিটা সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম। অভিজিৎকে মোক্ষম নিশানা অভিষেকের।

মঙ্গলবার, বিকেলে ইকো পার্কে ব্রিগেডের জনগর্জন সভায় যোগ দিতে আসা দলীয় কর্মীর থাকার ব্যবস্থা খতিয়ে দেখতে যান স্বয়ং তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সঙ্গে ছিলেন মন্ত্রী সুজিত বসু, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী-সহ তৃণমূল নেতৃত্ব। সেখানেই সাংবাদিকদর প্রশ্নের উত্তরে প্রাক্তন বিচারপতিকে ধুয়ে দেন অভিষেক। বিজেপি যাওয়ার ঘোষণা করেই অভিষেককে নাম না করে নিশানা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, “বিজেপির নেতারা আমার নাম নেয় না। প্রাক্তন বিচারপতিও ভাববাচ্যে কথা বলেছেন, নাম নেননি। মিলটা খুব Interesting।” অর্থাৎ বিজেপিতে যাওয়ার কথা ঘোষণা করেই গেরুয়া ট্রেন্ডে গা ভাসিয়েছেন অভিজিৎ।

একই সঙ্গে অভিষেক জানান, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়ে দলের তরফ থেকে অবস্থান স্পষ্ট করা হয়েছে। তবে, মোক্ষম খোঁচা দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, উনি স্পষ্ট করে সত্যিকথা বলেছেন, এর জন্যে ধন্যবাদ। উনি বলেছেন, “I approach BJP and BJP approached me।“ অর্থাৎ বিচারপতির আসনে বসে যে সময় তাঁর এজলাসে মামলার শুনানি হয়েছে, সেই সময় উনি বিজেপির সঙ্গে যোগাযোগে ছিলেন। বাকিটা সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে দাঁড়াতে চেয়েছেন। এই বিষয়ে অভিষেক বলেন, “গণতান্ত্রিক দেশে যে যেখান থেকে চায় প্রতিদ্বন্দ্বিতা করতে চান করতেই পারেন। এই নিয়ে আমার কিছু বলার নেই।“




spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...