Sunday, November 9, 2025

লোকসভা নির্বাচনে প্রবীণদের জন্য বড় উদ্যোগ! এবার মানুষের দুয়ারে পৌঁছবে কমিশন

Date:

Share post:

৮৫ বছর এবং তার থেকে বেশি বয়স্ক মানুষদের (Aged Man) জন্য আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election) বড় উদ্যোগ জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India)। আর হাতে গোনা কয়েকদিন বাকি। তার আগেই এবার প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণা করল কমিশন‌। কমিশনের তরফে সাফ জানানো হয়েছে, যদি আপনার বয়স ৮৫ বছর বা তার বেশি হয়ে থাকে তাহলে এই বছর আপনাকে আর কোথাও গিয়ে বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে না। খোদ নির্বাচন কমিশন এবার আপনার বাড়ির দরজায় পৌঁছে যাবে।

এতদিন পর্যন্ত নির্বাচন কমিশনের নিয়ম ছিল আপনাকে অথবা আপনার পরিবারের সদস্যকে নির্দিষ্ট একটা ফর্ম পূরণ করে আবেদন করতে হত। কিন্তু এই প্রথমবার জাতীয় নির্বাচন কমিশন আপনার বাড়ির দরজায় পৌঁছে গিয়ে ১২ডি ফর্ম আপনার হাতে তুলে দেবে। কমিশনের নির্দেশ, এলাকায় যে বুথ লেভেল অফিসার আছেন তাঁরাই বাড়ি বাড়ি গিয়ে সংশ্লিষ্ট এই ফর্মটি মানুষের হাতে তুলে দেবেন। আর সেই ফর্ম ফিলাপ করে তিনিই কমিশনে জমা দেবেন। তারপর সেই ফর্মটি রিটার্নিং অফিসার চেক করবেন এবং সম্মতি প্রকাশ করবেন। তারপরই তৈরি হয়ে যাবে ব্যালট পেপার অর্থাৎ আপনার সংসদীয় এলাকায় যে কটি রাজনৈতিক দল লড়াই করবে সেই সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী তার ছবি তার প্রতীক চিহ্ন দিয়ে তৈরি হবে ব্যালট পেপার। তারপরে একটা বুথ হাজির হবে আপনার বাড়িতেই।

কমিশন সূত্রে খবর, ফার্স্ট পোলিং অফিসার থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার এবং চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আপনার বাড়িতে পৌঁছবেন আপনার মূল্যবান ভোটটা নিতে। এরপর পোস্টাল ব্যালটের মাধ্যমে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং খাম বন্দি করে তা আপনার সামনেই সিল করে দেওয়া হবে। যদিও ২০২১ সালে কোভিড চলাকালীন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল যাদের বয়স হবে ৮০ তাঁরাই এই ভোট প্রয়োগের অধিকারী হবেন। কিন্তু তাতে আপনাকেই আবেদন জানাতে হত। তবে চলতি বছর থেকেই কমিশন নিয়মে একটু রদবদল করেছে। এবার আর ৮০ নয়, ৮৫ বছর বয়স হলেই এই নিয়ম কার্যকর হবে। তবে কমিশনের এমন উদ্যোগে রাজ্যে উপকৃত হবেন ৪ লক্ষ ৮৬ হাজারের মতো ভোটার।

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...