Sunday, August 24, 2025

প্রার্থী না হতে পেরে ‘অখুশি’ অর্জুনের শুভেচ্ছা পার্থকে, দল বললে করবেন প্রচারও

Date:

Share post:

ভেবেছিলেন বারাকপুর থেকে তাঁকে প্রার্থী করবে তৃণমূল (TMC)। কিন্তু রবিবার সকাল ১০টায় হোয়াট্সঅ্যাপে বার্তা পান প্রার্থী হচ্ছে না তিনি। তাঁর জায়গায় বর্তমান রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে (Partah Bhowmik) প্রার্থী করেছে দল। সিদ্ধান্তে অখুশি অর্জুন সিং (Arjun Singh)। তবে, সৌজন্য ভোলেননি। প্রার্থী তালিকা ঘোষণা হতেই পার্থ ভৌমিককে শুভেচ্ছা জানান অর্জুন। তাহলে কি দলীয় প্রার্থীর হয়ে প্রচারেও দেখা যাবে তাঁকে? উত্তরে অর্জুন জানান, দল যদি নির্দেশ দেয়।

বিজেপির (BJP) টিকিটে সাংসদ পদে জয়ী হয়েও তৃণমূলে ফিরে এসেছিলেন অর্জুন সিং৷ রাজনৈতিক মহলে জল্পনা ছিল, বারাকপুরে তিনিই ফের শাসকদলের প্রার্থী হবেন। সেই আশা নিয়েই এদিন ব্রিগেড পা রাখেন বারাকপুরের সাংসদ৷ কিন্তু সেই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে পার্থ ভৌমিকের নাম ঘোষণা করা হয়। এই শুনে মন ভেঙে গিয়েছে অর্জুনের। তবে, তিনি জানান, এ দিন সকালেই হোয়াটসঅ্যাপে জানানো হয় তাঁকে প্রার্থী করা হচ্ছে না৷

টিকিট না পেয়ে অখুশি হলেও ক্ষুব্ধ নন অর্জুন। বলেন, “আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছিল। আমি তো প্রার্থী হওয়ার বিষয়ে আশাবাদী ছিলাম। কারণ আমাকে সেরকমই বলা হয়েছিল। প্রার্থী হচ্ছি ভেবেই ব্রিগেডে গিয়েছিলাম। যাই হোক, দিদিমণি আমার গুরুজন। উনি যা ভাল মনে করেছেন, সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব।“

যদিও ধোঁয়াশা বজায় রেখে অর্জুন বলেন, “আমি এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। আজকের দিনটা বিশ্রাম নেব। পার্থ ভৌমিকের সঙ্গে কথা হয়েছে। ওঁকে আমি মন থেকে শুভেচ্ছা জানিয়েছি।“ তাহলে কি তাঁর হয়ে প্রচারেও যাবেন? উত্তরে অর্জুন জানান, দল যদি নির্দেশ দেয়।

আরও পড়ুন- ব্রিগেডে ব়্যাম্প মাতানো রচনাকে দিয়েই হুগলিতে লকেট কাঁটা তুলবে তৃণমূল?

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...