Saturday, January 10, 2026

বিজেপির লাগাতার অত্যাচারের পাল্টা! আগামীকালই নজরুল মঞ্চে বিশেষ বৈঠক অভিষেকের

Date:

Share post:

নজরে লোকসভা নির্বাচন (Loksabha Election)। হাতে গোনা আর মাত্র কিছু সময় বাকি। ইতিমধ্যেই দামামা বেজে গিয়েছে নির্বাচনের। রবিবার ব্রিগেডে (Brigade) জনগর্জনের (Jana Garjan) মঞ্চ থেকেই বেজে গিয়েছে দামামা। আর সেকারণেই শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল। এমন আবহে মঙ্গলবারই নজরুল মঞ্চে (Najrul Manch) এসসি-এসটি এবং ওবিসি সেলের (SC-ST-OBC Cell) আধিকারিকদের নিয়ে বৈঠক করতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। সকাল ১১টা নাগাদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই বৈঠক করবেন বলে দলীয় সূত্রে খবর। জানা যাচ্ছে, লোকসভা ভোটকে সামনে রেখে তফশিলি জাতি, উপজাতি শ্রেণিভুক্তদের নিয়ে একটা টিম গঠন করতে চায় তৃণমূল। যারা মূলত তফশিলি জাতি ও উপজাতিদের এলাকায় গিয়ে নির্বাচনী প্রচার (Election Campaign) চালাবে।

আগেভাগেই অভিষেকের নির্দেশ ছিল,  যেখানে যেখানে তৃণমূলের বিধায়ক নেই, সেখানে ব্লক সভাপতিরা নিজেদের মধ্যে আলোচনা করে বিধানসভা ভিত্তিক ১০ জন তফশিলি জাতি ও ৫ জন তফশিলি উপজাতি শ্রেণিভুক্তের নাম পাঠাবেন। সাফ নির্দেশ দেওয়া হয়েছিল এমন নাম পাঠাতে হবে যাঁদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে। এর আগে গত ফ্রেব্রুয়ারি মাসে বিরোধীদের রাজনৈতিক ভাবে জব্দ করার কৌশল ভারচুয়াল বৈঠকে স্থির করেন অভিষেক। পাশাপাশি সংগঠনকে আরও শক্তপোক্ত করতে রুট ম্যাপও বাতলে দেন তৃণমূল সাংসদ। অভিষেকের অভিযোগ, যেভাবে বছরের পর বছর বিজেপি তফশিলি জাতি, উপজাতি শ্রেণিভুক্তদের উপর অত্যাচার করছে সেকথা আমরা তুলে ধরব। সূত্রের খবর সেই নাম ইতিমধ্যেই জনপ্রতিনিধিরা পাঠিয়ে দিয়েছেন। উল্লেখ্য, আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। তার আগেই দলের নেতা কর্মীদের নিয়ে মঙ্গলবার বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। লোকসভা নির্বাচনের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

spot_img

Related articles

সামান্য কমল পারদ, রাজ্যে জারি শীতের স্পেল!

শনিবার সকালে ভরপুর শীতের (Winter) আমেজ। হাওয়া অফিস (Weather Department) বলছে শুক্রবার কলকাতার তাপমাত্রা বাড়লেও এদিন ফের নিম্নমুখী...

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...