সোমবার গোটা দেশে নাগরিকত্ব (সংশোধিত) বিধি (CAR) লাগু করার পর মঙ্গলবার থেকেই নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affais)। সেই মতো মঙ্গলবার সকাল থেকে খুলে গেলে স্বরাষ্ট্রমন্ত্রকের সেই পোর্টাল (portal)। মন্ত্রকের তরফে আগেই জানানো হয়েছিল আবেদনের গোটা বিষয়টি অনলাইন (online) হবে। মন্ত্রকের তরফে একটি লিঙ্ক দেওয়া হয়েছে। খুব সাধারণ সেই লিঙ্কে ক্লিক করলেই CAA, ২০১৯ আইনের অধীনের যারা আবেদনের যোগ্য তাদের আবেদনের জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে।

The Citizenship (Amendment) Rules, 2024 under the CAA-2019 have been notified. A new portal has been launched, persons eligible under CAA-2019 can apply for citizenship on this portal https://t.co/Z0BFTYJi8t. (1/2)@HMOIndia @PIB_India @DDNewslive @airnewsalerts
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) March 12, 2024
মন্ত্রকের তরফে এই পোর্টালে আবেদন করার জন্য বলা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে খুব তাড়াতাড়ি মন্ত্রকের তরফে একটি মোবাইল অ্যাপ (mobile app) চালু করা হবে। তখন পোর্টালের পাশাপাশি সেই অ্যাপের মাধ্যমেও সংশোধিত নাগরিকত্বের আবেদন করা যাবে।