Wednesday, August 27, 2025

ভাল আছেন মমতা, সন্ধ্যায় SSKM যেতে পারেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দুর্ঘটনায় আহত মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)আপাতত বাড়িতেই চিকিৎসাধীন। রাতের ECG,সিটি স্ক্যান, কপালে স্টিচ করার পর সকালে ব্যথা সামান্য কম আছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রীর পরিবার। এমনকি পুলিশ কমিশনার তাঁর বাড়িতে গেলে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয় বলে জানা যায়। সকালেই চিকিৎসকদের একটি টিম বাড়িতেই মুখ্যমন্ত্রীর শারীরিক পরীক্ষা করেন। মনে করা হচ্ছে আজ সন্ধ্যায় হাসপাতালে যেতে পারেন মমতা। চিকিৎসকরা তাঁকে ৭ দিনের বেড রেস্টের পরামর্শ দিলেও আজ সকাল থেকেই স্যোশাল মিডিয়ায় সক্রিয় মুখ্যমন্ত্রী সকলকে ধন্যবাদ জানিয়েছেন। কর্মী- সমর্থকরা কাল রাত থেকেই ভিড় জমিয়েছেন নেত্রীর বাড়ির সামনে। একদিকে যেমন সমাজমাধ্যমে পোস্ট করে রাজ্যের প্রশাসনিক প্রধানের দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজনৈতিক নেতৃত্বরা, ঠিক তেমনই আবার ফোন করে খোঁজ নিয়েছেন বাংলার মহারাজ। ঘাটালে প্রচার থামিয়ে পুজো দিয়েছেন অভিনেতা সাংসদ দেব। রাজ্যের সব জেলাতেই মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় শুরু হয়েছে পুজো – যজ্ঞ।

বৃহস্পতিবার রাতে এসএসকেএম কর্তৃপক্ষ মেডিক্যাল বুলেটিনে জানায়, যে মুখ্যমন্ত্রীকে হাসপাতালে থাকার পরামর্শ দেওয়া হলেও তিনি বাড়িতে থাকতে চান। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে ক্ষতস্থানে সেলাই করে ড্রেসিং করে দেন চিকিৎসকেরা। উডবার্ন ওয়ার্ড থেকে হুইলচেয়ারে বসিয়ে তাঁকে লাগোয়া বাঙুর ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেসের (BIN)ওপিডি ভবনে নিয়ে যাওয়া হয়েছিল গতকাল। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর গাড়িতে করে আবার কালীঘাটের বাসভবনে ফিরে আসেন মুখ্যমন্ত্রী। তাঁর মাথায় ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়েছিল। আজ সন্ধ্যায় ড্রেসিং করানোর পাশাপাশি ফের তাঁর ইসিজি করানো হতে পারে বলে খবর। তবে ঠিক কখন SSKM যাবেন মমতা তা এখনও স্পষ্ট নয়।


spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...