Monday, December 29, 2025

আবগারি মামলায় ইডি-র হাতে গ্রে.ফতার কেসিআর-কন্যা কবিতা, আনা হচ্ছে দিল্লিতে

Date:

Share post:

আগামিকাল অর্থাৎ শনিবার লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন। ঠিক তার আগের দিনেই কেন্দ্রীয় এজেন্সি তথা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হলেন তেলঙ্গানার ভারত রাষ্ট্রীয় সমিতির প্রধান কেসিআর-এর কন্যা কে কবিতা। সূত্রের খবর, আজ রাতের মধ্যেই তাঁকে রাজধানী দিল্লিতে নিয়ে আসা হতে পারে। সামনেই যখন লোকসভা নির্বাচন, তার আগে এই গ্রেফতারি বিআরএস শিবিরের জন্য একটি বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, শুক্রবারই হায়দরাবাদের কে কবিতার বাসভবনে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সময়ে কবিতার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় তাঁর স্বামী অনিল কুমারকেও। এরপর বেশ কয়েক ঘণ্টা ধরে তল্লাশি অভিযান ও জিজ্ঞাসাবাদ পর্বের পর শেষে সন্ধেয় গ্রেফতার করা হয় কেসিআর কন্যা কে কবিতাকে।ইডির সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে মদের বিষয়ে বিশেষ যে নীতি তৈরি করা হয়েছিল, সেই বিষয়েই এই গ্রেফতারি। উল্লেখ্য, এর আগে ইডির তরফে দাবি করা হয়েছিল সাউথ গ্রুপ নামে এক সংস্থার সঙ্গে যুক্ত কে কবিতা, যে গোষ্ঠীর এই আবগারি দুর্নীতিতে বড় ভূমিকা রয়েছে বলে সন্দেহ কেন্দ্রীয় এজেন্সির। প্রসঙ্গত, দিল্লির আবগারি মামলায় গত বছরেই কে কবিতাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। কিন্তু চলতি বছরে দু’বার ইডির তলব এড়িয়েছেন তিনি। এর আগেও একাধিক বার কবিতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইডি। খবর মিলেছে, শুক্রবার কম করে ১০ ইডি অফিসার কবিতা ও তাঁর স্বামী অনিল কুমারের উপস্থিতিতে তল্লাশি চালান তাঁদের বাসভবনে।

আরও পড়ুন- জলদস্যুদের সঙ্গে দুদিন লড়াই, বাংলাদেশি নাবিকদের উদ্ধার ভারতের

spot_img

Related articles

বেহালাতে বন্ধুদের সঙ্গে আড্ডার মধ্যেই গুলিবিদ্ধ যুবক

রাস্তায় বন্ধুদের সঙ্গে আড্ডার মধ্যেই গুলিবিদ্ধ হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে বেহালার (Behala Shootout) জেম্‌স লং সরণির শিমুলতলা...

নতুন করে বাঙালিরা আক্রান্ত বিজেপি রাজ্যে: এখনও রাজ্যের বিরোধীরা চুপ, প্রশ্ন তৃণমূলের

বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বীরভূমের সোনালি খাতুনকে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া দেশে ফেরাতে এতটুকু সহযোগিতা করেনি কেন্দ্রের বিজেপি...

দলীয় সাংসদ মিতালী বাগের মাতৃবিয়োগে আবেগপ্রবণ সায়নী

প্রয়াত আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগের মা। গ্রাম থেকে দিল্লি- তৃণমূলের (TMC) যেকোন রকম লড়াইয়ে আরামবাগের মিতালী বাগ...

ভক্তদের ভিড়ে নাজেহাল বিজয়, বিমানবন্দরে পড়েই গেলেন থালাপতি!

একেই বলে ভালবাসার ঠেলা, তার জোর এমনই যে স্বনামধন্য তারকাকেও দাঁড়িয়ে থাকতে দেয় না, একেবারে পড়ে যাওয়ার মতো...